বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
রিয়াল মাদ্রিদের জন্য গত মৌসুমটা ছিল চরম হতাশার। কিলিয়ান এমবাপে দলে আসার পরও কোনো শিরোপা জিততে পারেনি লস ব্লাঙ্কোসরা। তবে সে হতাশা ভুলে চলতি মৌসুমে শাবি আলোনসোর অধীনে নতুন শুরু রিয়ালের। আর সে পথে লা লিগায় প্রথম ম্যাচেই কাঙ্ক্ষিত জয় তুলে নিল দলটি। এমবাপের দ্বিতীয়ার্ধে পাওয়া একমাত্র পেনাল্টি গোলে ওসাসুনাকে ১-০ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। লিগে কোচ হিসেবে আলোনসোর প্রথম ম্যাচে পাওয়া জয়টা রোমাঞ্চকর না হলেও গুরুত্বপূর্ণ।
প্রথমার্ধে ওসাসুনার রক্ষণভাগ ভাঙতে হিমশিম খেতে হয়েছে রিয়ালকে। কিন্তু বিরতির ছয় মিনিট পর এমবাপে নিজেই ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করে নেন এবং গোল করতেও ভুল করেননি। এগিয়ে যাওয়ার পরেও অবশ্য ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা।
ম্যাচ শেষে রিয়াল টিভিকে এমবাপে বলেন, “প্রথমার্ধে স্পেস ছিল না, দ্বিতীয়ার্ধে শুরুতেই আমরা গোল পেয়েছি। এরপর আরও কিছু সুযোগ এসেছিল আমাদের, ম্যাচের নিয়ন্ত্রণও ছিল হাতে। দ্বিতীয় গোলটা আমরা আশা করেছিলাম, কিন্তু হয়নি।”
ইনজুরি সময়ের শুরুতে বল ছাড়াই গঞ্জালো গার্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন ওসাসুনার আবেল ব্রেটোনেস। রিয়ালের জন্য এটি ছিল ঘরের মাঠে মর্যাদার লড়াই। শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে পিএসজির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা। তাই লিগে ফিরে স্বাভাবিক ছন্দে ফেরাটাই ছিল বড় চ্যালেঞ্জ।
ম্যাচজুড়ে বল দখল ও পাসিংয়ে আধিপত্য দেখালেও প্রথমার্ধে রিয়ালের সেরা সুযোগটা আসে এদের মিলিতাওর দূরপাল্লার শটে। ওসাসুনার গোলরক্ষক সের্হিও হেরেরা সেই শটটা দুর্দান্ত সেভ করেন। বিরতির পর অবশেষে অপেক্ষার ফল মেলে। এমবাপেকে বক্সের সামনে ফাউল করেন হুয়ান ক্রুজ। পেনাল্টি পেয়ে ফরাসি তারকা জাল খুঁজে পান সহজেই। হেরেরাকে ভুল দিকে পাঠিয়ে বল জড়ান জালে।
গোল খেয়ে ওসাসুনাও কিছুটা রক্ষণ ভাঙার চেষ্টা করে। তবে রিয়াল তখন দ্বিতীয় গোলের জন্য মরিয়া। তরুণ তারকা আরদা গুলারের দুর্দান্ত এক শট গোলপোস্টের উপর দিয়ে চলে যায়। আলোনসো এই ম্যাচে রক্ষণভাগে তিন নতুন সাইনিং ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ডিন হুইসেন ও আলভারো কারেরাসকে খেলান শুরু থেকেই। পরে বদলি হিসেবে মাঠে নামান ১৮ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোকে, যিনি নিজের অভিষেকেই আলো ছড়ানোর ইঙ্গিত দেন।
মাঠে নামার কিছুক্ষণ পরই কাছাকাছি অ্যাঙ্গেল থেকে নেওয়া তাঁর শটটি হেরেরা ঠেকিয়ে দেন। এর আগে, ওসাসুনার কাছে ছিল গোলের দারুণ সুযোগ, বক্সের একেবারে সামনে থেকে হেড করেন আন্তে বুদিমির, কিন্তু বল চলে যায় উপর দিয়ে। ম্যাচ শেষে এমবাপে বলেন, “বাস্তবতা হলো, ঘরের মাঠে জয় দিয়ে শুরু করাটা খুবই জরুরি ছিল। ওসাসুনার প্ল্যান পরিষ্কার ছিল, তারা অপেক্ষায় ছিল এবং আক্রমণে বুদিমির ছিল। তবে আমরা খুশি জয়টা নিয়ে, এখান থেকেই সামনে এগিয়ে যাব।”
অন্যদিকে, বার্সেলোনা তাদের প্রথম ম্যাচেই মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট তুলে নেওয়ায়, রিয়ালের জন্য এই ম্যাচটা ছিল ‘মাস্ট উইন’। আলোনসোর দল সেটা করেছে জুড বেলিংহ্যাম, ফারলান মেন্ডি, কামাভিঙ্গা, এন্দ্রিকের মতো ইনজুরিতে থাকা গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়াই। একটা গোলেই শুরুটা হলো, বাকিটা সময় বলে দেবে আলোনসোর রিয়াল কতটা দূর যেতে পারে এই মৌসুমে।
ডিএস /সীমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)