মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২


ছয় ছক্কায় ‘পোর্শে’ গাড়ি দিয়েছিলেন মোদি, পেয়েছিলেন ঐতিহাসিক ব্যাট

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত:৩১ আগষ্ট ২০২৫, ১৩:২৭

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়েছিলেন যুবরাজ সিং। ইংল্যান্ডের বিপক্ষে মাত্র এক ওভারে ছয় ছক্কা মেরে রচনা করেছিলেন এক মহাকাব্য। সেই অবিশ্বাস্য কীর্তির পেছনে ছিল আরও এক চমকপ্রদ গল্প, যা এবার প্রকাশ্যে আনলেন আইপিএলের স্থপতি ললিত মোদি।

সম্প্রতি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কের পডকাস্টে গিয়ে মোদি জানালেন, বিশ্বকাপ শুরুর আগে ভারতের ড্রেসিংরুমে ঢুকে তিনি ক্রিকেটারদের বলেছিলেন,'যদি কেউ এক ওভারে ছয় ছক্কা বা ছয় উইকেট নিতে পারে, আমি নিজের পকেট থেকে একটা পোর্শে গাড়ি উপহার দেব!'

আর তারপর যা ঘটল, তা যেন রূপকথাকেও হার মানায়। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের এক ওভারেই ছয়টি ছক্কা হাঁকিয়ে মোদির সেই চ্যালেঞ্জ সফল করে ফেলেন যুবরাজ। চারপাশে তখন উল্লাসের ঢেউ, গ্যালারিতে আগুন। আর মাঠের বাইরে? ‘‘যুবরাজ তখন মাঠে থেকেই ব্যাট উঁচিয়ে আমার দিকে তাকিয়ে বলে, ‘আমার পোর্শে চাই!’ আমি বললাম, ব্যাটটা দাও,’’ হাসতে হাসতে বললেন মোদি।

চুক্তি সম্পন্ন যুবরাজ পেলেন লালচে রঙের ঝকঝকে এক পোর্শে, আর মোদি পেলেন সেই ঐতিহাসিক ব্যাট, যা আজও তাঁর ঘরে সংরক্ষিত।

যুবরাজের ওই বিস্ফোরক ইনিংস শুধু যে ইংল্যান্ডের বোলিং লাইনআপকে উড়িয়ে দিয়েছিল তা নয়, সেই আগুনের পারফরম্যান্স ছিল ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম ভিত্তি। আর ঠিক ওই বিশ্বকাপ জয়ের পরই জন্ম নেয় আইপিএল, যা আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ।

ডিএস/রিয়া

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:৩৩ ভোর
যোহর ১১:৫১ দুপুর
আছর ৪: ১২ বিকেল
মাগরিব ৫: ৫৫ সন্ধ্যা
এশা ০৭: ০৮ রাত

মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫