রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহিত
এশিয়া কাপের দল থেকে বাদ পড়ার পর শ্রেয়াস আইয়ারকে নিয়ে অনেক আলোচনা হয়েছিল। ফর্মে থাকার পরও তাকে স্কোয়াডে না দেখে অনেকেই অবাক হয়েছিলেন। জাতীয় দলে জায়গা না হলেও পাইপলাইনেই আছেন তিনি। এবার ভারত 'এ' দলের অধিনায়কত্ব পেয়েছেন।
সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্ট খেলবে ভারত ‘এ’ দল। এই সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন আইয়ার। আজ শনিবার আইয়ারকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
এত দিন ভারত ‘এ’ দলের নেতৃত্ব ছিলেন অভিমন্যু ঈশ্বরণ। এবার তিনি দলে থাকলেও নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন আইয়ার। অধিনায়ক ছাড়াও ধ্রুব জুরেল, সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডি এবং প্রসিদ্ধ কৃষ্ণের মতো তারকা ক্রিকেটারেরা আছেন এই দলে।
বিসিসিআই জানিয়েছে, দ্বিতীয় টেস্টের আগে দলে যোগ দেবেন লোকেশ রাহুল এবং মোহাম্মদ সিরাজ। সে ক্ষেত্রে প্রথম টেস্টের দল থেকে দু’জন ক্রিকেটার বাদ পড়বেন। সেই দুজনের পরিবর্তে দলে আসবেন তারা।
অক্টোবরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট সিরিজ খেলবে ভারত। তার পর রয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজ। আইয়ারকে ভারত ‘এ’ দলে ফিরিয়ে নির্বাচকেরা বার্তা দিলেন, তিনি লাল বলের ভাবনায় রয়েছেন। হয়তো আগামী দু’টি সিরিজেই ভারতীয় দলে আইয়ারের প্রত্যাবর্তন হতে পারে।
ভারত ‘এ’ দল :
শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ধ্রুব জুরেল (সহ-অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, নারায়ণ জগদীশন, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কাল, হর্ষ দুবে, আয়ুষ বাদোনি, নীতীশ কুমার রেড্ডি, তনুশ কোটিয়ান, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনুর ব্রার, খলিল আহমেদ, মানব সুতার এবং যশ ঠাকুর।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)