মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২


নেপালে বিক্ষোভের কারনে আজই দেশে ফিরছেন জামালরা

খেলা ডেস্ক

প্রকাশিত:৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৩

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আগের দিন অনুশীলন করতে পারেননি জামাল ভূঁইয়ারা। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচটিও হয়েছে পণ্ড। দেশটির জেন জি’দের আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে একদিন আগেই দেশে ফিরবে বাংলাদেশ ফুটবল দল।

বিষয়টি নিশ্চিত করে আজ বাফুফে থেকে জানানো হয়েছে, নেপাল থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নির্ধারিত সময়ের একদিন আগে আসবে। এদিন বিকাল ৩:০০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৩৭২ ফ্লাইটে করে দেশে ফিরবেন ফুটবলাররা।

নেপাল সরকারের দুর্নীতি নিয়ে বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছিল। তা রুখতে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপসহ বেশকটি যোগাযোগমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এসব সামাজিক যোগাযোগমাধ্যম নিবন্ধনে রাজি না হওয়ায় সরকার তিনদিন আগে ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেয়।

এতেই ফুঁসে ওঠে ছাত্র-জনতা, যার বিস্ফোরণ ঘটে সোমবার। হাজার হাজার বিক্ষোভকারী নেপালের সংসদ ভবনে প্রবেশ করে সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে। বিক্ষোভকারীদের রুখতে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর ঘটনাও ঘটে। ওই আন্দোলন আরও বড় আকার ধারণ করছে, তাই আগেভাগেই দেশটি ছাড়ছেন জামাল ভূঁইয়ারা।

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেছেন, ‘নেপালের উদ্ভূত পরিস্থিতিতে ম্যাচ বাতিল হয়েছে। জাতীয় দলকে আমরা দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। দলের সবাইকে আমরা মঙ্গলবার ফিরিয়ে আনছি।

স্বাগতিকদের সঙ্গে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে ৩ সেপ্টেম্বর কাঠমান্ডুতে আসে জাতীয় ফুটবল দল। শনিবার প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেন জামালরা।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৭ ভোর
যোহর ১২:৫৬ দুপুর
আছর ০৪:২৪ বিকেল
মাগরিব ০৬.১২ সন্ধ্যা
এশা ০৭:২৫ রাত

মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫