শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২


বাংলাদেশ ম্যাচ নিয়ে যে পরিকল্পনা করছে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলা শেষ হতে যাচ্ছে আজকে। তবে নিশ্চিত হয়ে গিয়েছে সুপার ফোরের লাইনআপ। যার মধ্যে রয়েছে বাংলাদেশ দলও। আগামীকাল প্রথম সুপার ফোরের ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা।

ম্যাচের আগেরদিন আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলানা কান্দাম্বি। বাংলাদেশের বিপক্ষে প্রচুর ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। এই অভিজ্ঞতা কাজে লাগাতে চান থিলানা, ‘অবশ্যই, হ্যাঁ। কারণ আমরা বাংলাদেশের সাথে প্রায়ই খেলেছি।’

‘মানে, গত তিন-চার মাসের মধ্যে আমরা প্রায় চার-পাঁচটা ম্যাচ খেলেছি। তাই আমরা তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানি এবং আমি নিশ্চিত যে আমাদের ছেলেরা একটা ভালো লড়াই দেবে।’-যোগ করেন তিনি।

শ্রীলঙ্কার ক্রিকেটাররা নিজেদের অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশকে হারাতে চায়, ‘ক্রিকেটের কথা বললে, আমি মনে করি বাংলাদেশের বেশ ভালো একটি দল আছে এবং গত কয়েক মাস ধরে তারা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে। তাই, আমাদের ছেলেরা তাদের খুব ভালোভাবে চেনে। আমরা তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানি এবং আমরা সেটারই সদ্ব্যবহার করার চেষ্টা করব।’

বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে থিলানা বলেন, ‘আমি এটাই বলেছিলাম। কারণ তারা গত ছয় মাস ধরে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে এবং আমরা তাদের শক্তি ও দুর্বলতাগুলোও জানি। আমাদের ছেলেরা যদি তাদের পরিকল্পনাগুলো ভালোভাবে কার্যকর করতে পারে, আমি মনে করি আমরা জিততে পারব।’

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৯ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬.০৩ সন্ধ্যা
এশা ০৭:১৬ রাত

শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫