সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২
ফাইল ছবি
এশিয়া কাপের এবারের আসরের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে পুরস্কার বিতরণী মঞ্চে তারা ট্রফি নেয়নি। কারণ এসিসি সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্বে মহসীন নাকভি। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও।
পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, 'বোর্ডের সাথে আলোচনা চলছে এসিসির এবং সেই মিটিংটা হয়তো আরও কিছুক্ষণ পরেই শুরু হবে। সেখানে আমি উপস্থিত থাকব। যারা জয়ী হয়েছে তাদেরকে ট্রফিটা পৌঁছে দিতে আমরা চেষ্টা করব।'
ভারতের শিরোপা না নেয়ার ব্যাখ্যা দিয়ে বুলবুল বলেন, 'এখানে কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো প্রেসের সামনে বলা যাবে না। তবে এখানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, পাকিস্তান রানার্সআপ হয়েছে। একটা দল তারা প্রেজেন্টেশন পার্টিতে আসতে একটু দেরি করছিল। পরবর্তীতে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তারা হয়তো চ্যাম্পিয়ন ট্রফি নিতে চায়নি।'
এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের জায়গায় বাংলাদেশ থাকতে পারত বলেও আক্ষেপ করেছেন বুলবুল, 'প্রথমে খারাপ লাগছিল যে এই ম্যাচটা আমাদের খেলার কথা ছিল। তারপরে আমি বলব যে আমরা সেকেন্ড রাউন্ডে যেভাবে এসেছিলাম এবং শ্রীলঙ্কার সাথে যেভাবে জিতেছিলাম, ইন্ডিয়া-পাকিস্তান দুটো ম্যাচই আমাদের জেতা উচিত ছিল। বাট আমরা জিততে পারিনি। বাট আফসোস নেই।'
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)