মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২
ফাইল ছবি
দীর্ঘদিন ধরেই চোটের সঙ্গে ইঁদুর-বিড়াল খেলা চলছে গ্লেন ম্যাক্সওয়েলের। যে কারণে জাতীয় দলে টানা নিয়মিত খেলতে পারছেন না। এবার চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি। মাউন্ট মঙ্গানুইতে নেট সেশনে বোলিং করার সময় মিচেল ওয়েনের একটি স্ট্রেট ড্রাইভ সরাসরি তার ডান হাতে এসে লাগে।
জানা গেছে, ম্যাক্সওয়েলের ডান হাতের কব্জিতে চিড় ধরা পড়েছে। তাকে এরই মধ্যে দেশে পাঠানো হয়েছে। শিগগিরই তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। অস্ট্রেলিয়ার মেডিকেল টিমের আশা, এই চোট থেকে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তবে ২৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের হোম টি-টোয়েন্টি সিরিজে তার খেলা অনিশ্চিত।
সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অর্থাৎ বিগ ব্যাশ লিগ শুরুর আগেই মাঠে ফিরতে পারেন ম্যাক্সওয়েল। তার জায়গায় জশ ফিলিপেকে দলে ডাকা হয়েছে। যদিও ফিলিপে ম্যাক্সওয়েলের মতো অলরাউন্ডার নন, তবুও দলের উইকেটকিপিং অপশন বাড়াতে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মূল স্কোয়াডে একমাত্র কিপার ছিলেন অ্যালেক্স ক্যারি এবং ম্যাক্সওয়েল বিকল্প কিপার হিসেবে ছিলেন।
এদিকে ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে নেই মিচেল স্যান্টনার। সম্প্রতি অস্ত্রোপচার করিয়েছেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক। তার অনুপস্থিতিতে এই সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। এই সিরিজে না খেলার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছেন কেন উইলিয়ামসন। তাই এই অভিজ্ঞ ব্যাটারও থাকছেন না।
এ ছাড়াও আরো বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে পাচ্ছে না নিউজিল্যান্ড। চোটে পড়েছেন গ্লেন ফিলিপস, ফিন অ্যালেন, উইল ও’রোকে, অ্যাডাম মিলনে ও লকি ফার্গুসন। আগামী ১, ৩ ও ৪ অক্টোবর হবে তিন ম্যাচের এই সিরিজ। সবগুলো ম্যাচই হবে মাউন্ট মঙ্গানুইয়ে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)