বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২


২ হাজার কোটির বেশি পেল পিএসজি, বাকি কোন ক্লাব কত পেয়েছে?

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১৪ জানুয়ারী ২০২৬, ২০:১১

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগ জিততে কত চেষ্টাই না করেছে পিএসজি। দলে নিয়েছে কিলিয়ান এমবাপে, নেইমার জুনিয়র, লিওনেল মেসির মত তারকা ফুটবলারদের। তারা কেউই অবশ্য ফরাসি ক্লাবটিকে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের ট্রফি জেতাতে পারেননি। মেসি, নেইমারের পর এমবাপেও বিদায় নিলে অবশেষে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতে পিএসজি। লুইস এনরিকের অধীনে এই শিরোপা জেতার পর বিপুল পরিমাণ অর্থ পুরস্কারও পেয়েছে ফরাসি ক্লাবটি।

চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি গত মৌসুমে উয়েফার সর্বোচ্চ প্রাইজমানি পাওয়া ক্লাব হয়েছে। ২০২৪-২৫ মৌসুমে উয়েফার আর্থিক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, নতুন ও সম্প্রসারিত ফরম্যাটে ইউরোপসেরা ক্লাবগুলোর মধ্যে অতিরিক্ত অর্থ বণ্টনের ফলে পিএসজি পেয়েছে ১৪৪.৪ মিলিয়ন ইউরো (প্রায় ১৬৮ মিলিয়ন ডলার), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৬২ কোটি টাকা।

মঙ্গলবার প্রকাশিত এই আর্থিক প্রতিবেদনটি উয়েফার বার্ষিক কংগ্রেসের আগেই প্রকাশ করা হয়, যা আগামী মাসে ব্রাসেলসে অনুষ্ঠিত হবে।

ফাইনালে হেরে যাওয়া ইন্টার মিলান প্রাইজমানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তারা উয়েফা তহবিল থেকে পেয়েছে ১৩৬.৬ মিলিয়ন ইউরো (১ হাজার ৯৪৭ কোটি টাকা)। এবারের চ্যাম্পিয়নস লিগে ৩৬টি দল অংশ নেয়, যেখানে একক লিগ টেবিলে প্রত্যেক দল আটটি করে ম্যাচ খেলে। পুরো প্রতিযোগিতায় মোট ২.৪৭ বিলিয়ন ইউরো (প্রায় ২.৯ বিলিয়ন ডলার) প্রাইজমানি বণ্টন করেছে উয়েফা।

নতুন ফরম্যাটে এবার সাতটি দল অন্তত ১০০ মিলিয়ন ইউরো করে প্রাইজমানি পেয়েছে। আগের মৌসুমে, ৩২ দল নিয়ে গ্রুপ পর্বের শেষ বছরে এই সংখ্যা ছিল পাঁচটি। তখন মোট তহবিল ছিল ২.০৮ বিলিয়ন ইউরো।

গত মৌসুমে কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলোর মধ্যে একমাত্র অ্যাস্টন ভিলাই ১০০ মিলিয়ন ইউরোর কম পেয়েছে। ইংলিশ ক্লাবটি পেয়েছে ৮৩.৭ মিলিয়ন ইউরো। দীর্ঘ ৪১ বছর পর ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় ফেরায় তাদের কম উয়েফা র‍্যাঙ্কিং এর পেছনে একটি কারণ ছিল।

রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে হেরে যাওয়ায় চ্যাম্পিয়নস লিগ থেকে তাদের আয় ১০২ মিলিয়ন ইউরোরও কমে নেমে আসে। ২০২৪ সালে শিরোপা জেতার সময় তারা যে অর্থ পেয়েছিল, তার তুলনায় এটি প্রায় ৩৭ মিলিয়ন ইউরো কম। তবে মৌসুমের শুরুতে আতালান্তার বিপক্ষে উয়েফা সুপার কাপ জেতায় রিয়াল পেয়েছে অতিরিক্ত ৫ মিলিয়ন ইউরো, আর আতালান্তা পেয়েছে ৪ মিলিয়ন ইউরো।

চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়া ইতালির অন্য চার দলের তুলনায় ইন্টার মিলান একাই দ্বিগুণের বেশি অর্থ আয় করেছে। চারটি ইংলিশ ক্লাবের মধ্যে সবচেয়ে কম প্রাইজমানি পেয়েছে ম্যানচেস্টার সিটি। ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নরা ফেব্রুয়ারিতে নকআউট প্লে-অফে রিয়াল মাদ্রিদের কাছে বিদায় নিয়ে পেয়েছে ৭৬ মিলিয়ন ইউরো।

চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম অর্থ পেয়েছে স্লোভাকিয়ার ক্লাব স্লোভান ব্রাতিস্লাভা। তারা আটটি ম্যাচই হেরে ২২ মিলিয়ন ইউরোরও কম প্রাইজমানি পেয়েছে। চ্যাম্পিয়নস লিগ ও দ্বিতীয় স্তরের ইউরোপা লিগের মধ্যে আর্থিক ব্যবধানও স্পষ্ট। ইউরোপা লিগ জয়ী টটেনহ্যাম পেয়েছে মাত্র ৪১ মিলিয়ন ইউরো। ফাইনালে হারা ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে ৩৬ মিলিয়ন ইউরো এবং আগামী মৌসুমে কোনো ইউরোপীয় প্রতিযোগিতায় না খেলায় তারা এবার উয়েফা থেকে কোনো অর্থই পাবে না।

তৃতীয় স্তরের কনফারেন্স লিগে শিরোপা জিতে চেলসি পেয়েছে ২১.৮ মিলিয়ন ইউরো। বর্তমানে তারা আবার চ্যাম্পিয়নস লিগে ফিরেছে। উয়েফার আর্থিক প্রতিবেদনে আরও জানানো হয়েছে, সংস্থাটির সভাপতি আলেক্সান্ডার সেফেরিন গত মৌসুমেও কোনো বেতন বৃদ্ধি পাননি। স্লোভেনিয়ান এই আইনজীবী বছরে স্থায়ীভাবে ৩২ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ৪ মিলিয়ন ডলার) পারিশ্রমিক পেয়েছেন, কোনো বোনাস ছাড়াই- যা আগের বছরের সমান।

তবে উয়েফার মহাসচিব থিওডোর থিওদোরিদিসের বেতন ও বোনাস- দুটোই বেড়েছে। সব মিলিয়ে তিনি পেয়েছেন ২০ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ২৫.৬ মিলিয়ন ডলার)।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৫:২৩ - ৬:৩৮ ভোর
যোহর ১২:০৭ - ৩:৪৬ দুপুর
আছর ৩:৫৬ - ৫:২৭ বিকেল
মাগরিব ৫:৩২ - ৬:৪৭ সন্ধ্যা
এশা ৬:৫২ - ৫:১৮ রাত

বুধবার ১৪ জানুয়ারী ২০২৬