মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২


অবসর ভেঙে ৫৮ বছরে ফুটবলে ফিরছেন রোমারিও!

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১৭ এপ্রিল ২০২৪, ০৭:২২

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার রোমারিও অবসরে ভেঙে ফুটবলে ফিরছেন! ৫৮ বছর বয়সে ব্রাজিলের ফুটবলার হিসেবে নিবন্ধন করেছেন তিনি। আগামী ১৮ মে থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় বিভাগের লিগ কারিওকা চ্যাম্পিয়নশিপে চাইলে খেলতে পারবেন তিনি।

রিও ডি জেনিরোর ‘আমেরিকান ফুটবল ক্লাব’-এর খেলোয়াড় হিসেবে নাম নিবন্ধন করিয়েছেন ১৯৯৪ বিশ্বকাপ জয়ী ব্রাজিলের স্ট্রাইকার রোমারিও। ক্লাবটির প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।

এক ইনস্ট্রাগ্রাম পোস্টে রোমারিও জানিয়েছেন, কোন লিগ ম্যাচে তিনি খেলবেন না। তবে আমেরিকা ফুটবল ক্লাবের হয়ে ছেলে রোমারিনহোর সঙ্গে দুই-একটা ম্যাচ খেলার ইচ্ছে আছে বলেও উল্লেখ করেছেন।

তিনি লিখেছেন, ‘আমি চ্যাম্পিয়নশিপের জন্য লড়তে যাচ্ছি না। তবে প্রাণের ক্লাবের হয়ে ছেলের সঙ্গে খেলতে পারলে আরেকটা স্বপ্ন পূরণ হবে। কী বলেন আপনারা?’ রোমারিও ২০০৯ সালে আমেরিকা ক্লাবের হয়ে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন।’ এরপর ক্লাবটির প্রেসিডেন্ট হন তিনি। পাঁচ বছর পর রিওডি জেনিরোর সিনেটর নির্বাচিত হন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৯ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪২ সন্ধ্যা
এশা ০৮:১ রাত

মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫