রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২


বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে যা বললেন মাশরাফি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২০ মে ২০২৪, ১৮:৪৪

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে বাংলাদেশ দল এখন সেখানে অবস্থান করছে। এই দ্বিপাক্ষিক সিরিজ শেষেই বিশ্বকাপ মিশনে নামবে টাইগাররা। আসন্ন এই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে বলে মনে করেন মাশরাফি বিন মর্তুজা।

আজ সোমবার মিরপুরে গণমাধ্যমের মুখোুমুখি হন মাশরাফি। এ সময় তার কাছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আশা তো অবশ্যই ভালো কিছু করবে।'

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে কারা আছেন তা এখনও দেখেননি মাশরাফি। তবে দল হিসেবে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন মাশরাফি, '(স্কোয়াড) দেখি নাই, জানি না আমি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আশা করছে যে বাংলাদেশ ভালো করবে, যেখানেই যায়, যেভাবে যায়। তো আমার প্রত্যাশা অবশ্যই ভিন্ন কিছু হবে না। কমন কিছু খেলোয়াড় দেখেছি, শুনেছি সোশ্যাল মিডিয়ায়, কিন্তু পুরো দল এখনো দেখি নাই।'

সাকিবকে নিয়ে মাশরাফি বলেন, 'সাকিবকে নিয়ে আলাদা করে তো বলার কিছু নেই। সবসময় বেস্ট পারফর্মার, বেস্ট পারফরম্যান্স আশা করব।'

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৮ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪৪ সন্ধ্যা
এশা ০৮:৩ রাত

রবিবার ৩ আগস্ট ২০২৫