সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২


অলিম্পিক ভিলেজে বক্সিং কোচের মৃত্যু

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২৮ জুলাই ২০২৪, ১৫:২৬

ফাইল ছবি

ফাইল ছবি

প্যারিস অলিম্পিকের শুরুতেই এলো দুঃসংবাদ। গত শুক্রবার গেমস উদ্বোধনের কিছু সময় আগে মারা গেছেন সামোয়ার বক্সিং কোচ লিওনেল এলিকা ফাতুপাইতো। এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন।

সিন নদীর তীরে জমকালো আয়োজনে উদ্বোধন হয়েছে প্যারিস অলিম্পিকের। তার আগে গেমস ভিলেজে অবস্থান করছিলেন সামোয়ার বক্সিং কোচ। সেখানেই মৃত্যু হয় তার। ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা যেতে পারেন।

আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘বক্সিং কোচের মৃত্যুতে আমরা আইবিএ পরিবার সমবেদনা জানাচ্ছে। সামোয়ার জাতীয় বক্সিং কোচ লিওনেল এলিকা ফাতুপাইতোর পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতিও আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। খেলাধুলার প্রতি লিওনেলের অবদান উদাহরণ হয়ে থাকবে। তার অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

বক্সিং কোচের মৃত্যুর বিষয়টি জানিয়েছে সামোয়ার অলিম্পিক কমিটিও। উল্লেখ্য, প্যারিস অলিম্পিকে বক্সার আতো প্লডজিকি সামোয়ার প্রতিনিধিত্ব করছেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৮ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪৪ সন্ধ্যা
এশা ০৮:৩ রাত

সোমবার ৪ আগস্ট ২০২৫