রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২


নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে ৫৫০ কেজি পলিথিন জব্দ, জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৩ আগষ্ট ২০২৫, ২০:১৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাজধানীর চকবাজার, ইমামগঞ্জ, সোয়ারিঘাট ও লালবাগ এলাকায় নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান চালিয়ে ৫৫০ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ সময় সুপারশপ ও দোকান মালিকদের সতর্ক করা হয়।

রোববার (৩ আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয় বলে জানায় মন্ত্রণালয়।

এছাড়া, খুলনা ও সিরাজগঞ্জে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে পরিবেশ অধিদপ্তরের ২টি মোবাইল কোর্ট অভিযান চালায়। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘন করায় ২টি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ দিকে টাঙ্গাইলে একটি অবৈধ সীসা ব্যাটারির কারখানা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট দল।

অন্যদিকে, ঢাকা মহানগরের পশ্চিম আগারগাঁও ও রমনায় নির্মাণসামগ্রী দিয়ে বায়ুদূষণের দায়ে দুটি মোবাইল কোর্ট ৩টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে।

এই দূষণবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৮ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪৪ সন্ধ্যা
এশা ০৮:৩ রাত

রবিবার ৩ আগস্ট ২০২৫