শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২


বিক্রান্ত ম্যাসির নতুন সিনেমায় জেনিফার লোপেজ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:২৪ জানুয়ারী ২০২৬, ১৪:০৩

ফাইল ছবি

ফাইল ছবি

বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসির ক্যারিয়ারে যুক্ত হচ্ছে নতুন এক মাইলফলক। তার অভিনীত আসন্ন থ্রিলার সিনেমা ‘হোয়াইট’-এ থাকছেন বিশ্বখ্যাত মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। তবে অভিনেত্রী হিসেবে নয়, সিনেমাটিতে বিশেষ একটি গান গাইবেন এই তারকা।

ভারতীয় গণমাধ্যমের খবর, ‘হোয়াইট’ সিনেমাটি মূলত ইংরেজি ও স্প্যানিশ ভাষায় নির্মিত হচ্ছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় জেনিফার লোপেজ একটি ‘অ্যান্থেম’ বা থিম সং গাইবেন। গানটি ইংরেজি ও স্প্যানিশ- উভয় ভাষার সংমিশ্রণে তৈরি হওয়ার কথা রয়েছে।

তবে বিষয়টি নিয়ে সিনেমা সংশ্লিষ্টরা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। দুই পক্ষের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। এই সিনেমায় জেনিফার লোপেজের কাজ সিনেমাটিতে ভিন্ন এক আন্তর্জাতিক মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক মানের এই থ্রিলার সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে অনেক আগেই। দক্ষিণ আমেরিকায় এরই মধ্যে সিনেমার ৯০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। ইংরেজি ও স্প্যানিশ ভাষায় মূল সিনেমাটি নির্মিত হলেও পরবর্তীতে এটি আরও ২১টি ভাষায় ডাবিং করে বিশ্বজুড়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

এদিকে, ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার জয়ের পর বিক্রান্তের এই নতুন প্রজেক্ট সিনেমা প্রেমীদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৫:২৩ - ৬:৩৭ ভোর
যোহর ১২:১০ - ৩:৫৩ দুপুর
আছর ৪:০৩ - ৫:৩৪ বিকেল
মাগরিব ৫:৩৯ - ৬:৫৩ সন্ধ্যা
এশা ৬:৫৮ - ৫:১৮ রাত

শনিবার ২৪ জানুয়ারী ২০২৬