সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
ছবি সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গে হাসেম মল্লিক ওরফে হাসেম আলি মল্লিক নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। গতকাল রবিবার দেশটির নদীয়া জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ভারতের পুলিশ বলছে, গ্রেপ্তার হাসেম মল্লিক ওরফে হাসেম আলি মল্লিক একজন কুখ্যাত অপরাধী। তার বিরুদ্ধে বাংলাদেশে একাধিক অভিযোগ রয়েছে। খুন, অপহরণ, জমি দখলের মতো গুরুতর অভিযোগে দীর্ঘদিন ধরে তাকে বাংলাদেশ পুলিশ খুঁজছে। তিনি তার নাম ও পরিচয় গোপন করে দীর্ঘদিন ধরে আত্মগোপন করে রেখেছিল নিজেকে।
পুলিশ আরও জানায়, হাসেম আলি ভুয়া ভারতীয় পরিচয়পত্র তৈরি করে আত্মগোপন করে আছেন— সেই খবর পেয়েই স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালায় এসটিএফ। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
যদিও গ্রেপ্তারকালে ওই বাংলাদেশির কাছে কোনো ভারতীয় নথি ছিল না। তবে পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার হাসেম আলি মল্লিক স্বীকার করেছেন, বাংলাদেশে অপরাধের পর তার বিরুদ্ধে মামলা চলছিল। সেই মামলা থেকে বাঁচতেই ভারতে পালিয়ে আসেন তিনি।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)