বৃহঃস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২


আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ১৩ আগস্ট

আদালত প্রতিবেদক

প্রকাশিত:৭ আগষ্ট ২০২৫, ১৩:৪৬

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় আন্দোলনকারীকে পোড়ানোসহ ৭ জনকে হত্যার ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানি আগামী ১৩ আগস্ট ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৭ জুলাই) প্রসিকিউশনের শুনানি শেষে, আসামীপক্ষের শুনানির জন্য এক সপ্তাহ সময় দিয়ে এই দিন ধার্য্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

অভিযোগ গঠনের শুনানিতে প্রসিকিউশন জানায়, ৪ আগস্ট একজন ও ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে ৬ জনকে গুলি করে হত্যা করা হয়। এরপর লাশ পুড়িয়ে দেয়া হয়। তবে, পোড়ানোর সময়ও একজন জীবিত ছিল বলে উল্লেখ করে প্রসিকিউশন।

এ মামলায় মোট ১৬ জন আসামি। যার মধ্যে গ্রেফতার আট আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহাসহ এ মামলার আট আসামি পলাতক। পলাতক এই আট আসামির পক্ষে দুজনকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এছাড়াও এদিন রাজধানীর রামপুরায় কার্নিসে ঝুলে থাকা আমীর হোসেনকে গুলির ঘটনা এবং ২ জনকে হত্যা মামলার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১০ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪১ বিকেল
মাগরিব ০৬.৪১ সন্ধ্যা
এশা ০৮:০০ রাত

বৃহঃস্পতিবার ৭ আগস্ট ২০২৫