শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২


লিপস্টিক লাগালেই ঠোঁট ফাটে? যা করবেন

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত:২০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪০

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কোথাও বেড়াতে যাওয়ার জন্য সেজেছেন, অথচ ম্যাট লিপস্টিক লাগাতেই ঠোঁট ফেটে গেছে। এমন অবস্থা একেবারেই কাম্য নয়। ঠোঁটে ময়েশ্চার না থাকলে পুরো সাজই যেন পণ্ড হয়ে যায়। সামনে পূজা আসছে। পুজোর দিনগুলোতে ঠোঁটের ময়েশ্চার ধরে রাখতে আগে থেকেই যত্ন নিতে হবে।

সপ্তাহে দু'দিন স্ক্রাব

প্রতিদিন লিপস্টিক লাগালে ঠোঁট কোমল থাকে না। ধীরে ধীরে ঠোঁটের উপর মৃত কোষ জমতে থাকে। তাই নিয়মিত ঠোঁট এক্সফোলিয়েট করা দরকার। এজন্য মধু ও চিনি একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি দাঁত মাজার ব্রাশ দিয়ে ঠোঁটে লাগিয়ে নিন এবং স্ক্রাব করুন। এতে ঠোঁটের মৃত কোষ উঠে যাবে। মধু-চিনি না থাকলে কফির গুড়া-নারকেল তেলের স্ক্রাবও ব্যবহার করতে পারেন।

লিপ বাম

ঠোঁটের কোমলতা বজায় রাখতে লিপ বামে ভরসা রাখুন। বাজারে নানা ধরনের লিপ বাম কিনতে পাওয়া যায়। ঠোঁটের উপর শিয়া বাটারও লাগাতে পারেন। চাইলে বাসায়ই লিপ বাম বানিয়ে নিতে পারেন। নারকেল তেলের সঙ্গে পেট্রোলিয়াম জেলি মিশিয়ে এর সঙ্গে দু’ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি কাচের জারে ভরে ফ্রিজে রেখে দিন।

ঘিয়ের সাহায্য নিন

ঠোঁট কোমল রাখতে ঠোঁটে ঘি মাখতে পারেন। ঘুমোতে যাওয়ার আগে ঘি লাগালে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকবে। ঠোঁট ফাটার সমস্যা দূর হবে।

লিপস্টিক লাগানোর আগে করণীয়

সাধারণত ঠোঁট কোমল রাখতে দিনে দু’বার লিপ বাম লাগান। সপ্তাহে দু-তিন দিন স্ক্রাব করুন। লিপস্টিক লাগানোর সময়ও সচেতন থাকতে হবে। লিপস্টিক দীর্ঘস্থায়ী করতে প্রথমে প্রাইমার লাগিয়ে নিন। লিপ লাইনার দিয়ে ঠোঁট এঁকে লিপস্টিক পরে নিন। দু’টো ভিন্ন রঙের লিপস্টিকও ব্যবহার করতে পারেন। ভালোভাবে ব্লেন্ড হওয়ার জন্য তুলি দিয়ে লিপস্টিক লাগাতে পারেন। গ্লসি ভাব চাইলে লিপস্টিকের ওপর হালকা করে লিপগ্লস লাগাতে পারেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩২ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৬ বিকেল
মাগরিব ০৬.০১ সন্ধ্যা
এশা ০৭:১৩ রাত

শনিবার ২০ সেপ্টেম্বর ২০২৫