সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
টঙ্গী-আবদুল্লাহপুর সড়কে তুরাগ নদীর উপর বেইলি ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে তারা মানববন্ধন শুরু করেন। পরে টঙ্গী উড়াল সড়কের নিচে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
উত্তরা, টঙ্গী ও গাজীপুরবাসীর ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। সড়ক অবরোধে তাদের সঙ্গে আশপাশের ব্যবসায়ীরাও অংশগ্রহণ করেন।
বিক্ষোভকারীরা বলেন, আমরা টঙ্গী আবদুল্লাহপুর সেতু চাই। আমাদের দাবি মানতে হবে। অতি দ্রুত সময়ের মধ্যে তুরাগ নদীর উপর ব্রিজ নির্মাণ করতে হবে। আমাদের দফা এক, দাবি এক। ব্রিজ অবশ্যই তৈরি করতে হবে। এসময় তারা আব্দুল্লাহপুর সড়ক সংস্কারের দাবিও করেন।
মানবন্ধনে এই দাবির পক্ষে বক্তব্য রাখেন হাসান উদ্দিন সরকার, সালাউদ্দিন সরকার ও বশির উদ্দিন।
পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে সকাল ১১টার দিকে প্রায় এক ঘণ্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে যান চলাচল স্বাভাবিক হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “মহাসড়ক এক ঘণ্টা বন্ধ থাকলেও এখন যান চলাচল স্বাভাবিক আছে।”
ডিএস /সীমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)