সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২


যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার

জেলা সংবাদদাতা, নোয়াখালী

প্রকাশিত:২৫ আগষ্ট ২০২৫, ১৭:২৪

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম রবিকে (৫৫) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার( ২৫ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার শহিদুল ইসলামের বিরুদ্ধে নোয়াখালী জেলার সুধারাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগং রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ২৯ জুলাই রাত আনুমানিক ১১টা থেকে রাত ১২টার দিকে শহিদুল ইসলাম তার সহযোগীদের নিয়ে জোরপূর্বক তার স্ত্রীকে বিষ পান করান। এরপর নিজেদের দায় এড়াতে তারা তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে পালিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুলাই রাত আনুমানিক ৩টার দিকে তার স্ত্রীর মৃত্যু হয়।

বাদী (মৃতের ভাই) ৩১ জুলাই বিকেলে জানতে পারেন যে তার বোনের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। মর্গে গিয়ে তিনি জানতে পারেন যে শহিদুল ইসলাম তার স্ত্রীকে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে গেছেন। এরপর তিনি যোগাযোগ করার চেষ্টা করলেও আসামিরা অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। এর আগে শহীদুল ইসলাম নানাভাবে যৌতুক দাবি করে। যৌতুক না পাওয়ায় হত্যা করে দাবি পরিবারের।

​গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল ইসলাম রবি তার পরিচয় নিশ্চিত করেন এবং মামলার এজাহারভুক্ত আসামি বলে স্বীকার করেছেন। তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৯ ভোর
যোহর ১২:০১ দুপুর
আছর ০৪:৩৪ বিকেল
মাগরিব ০৬.২৭ সন্ধ্যা
এশা ০৭:৪২ রাত

সোমবার ২৫ আগস্ট ২০২৫