বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাইয়ে বৃদ্ধ বাবাকে বসতভিটা থেকে উচ্ছেদ করে সম্পত্তি দখলের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়েরে করেন। পরে মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৬ আগস্ট) চট্টগ্রাম ৩য় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হান্নান শুনানি শেষে এ আদেশ দেন।
ভুক্তভোগী মফিজুল ইসলাম চৌধুরী (৭০) মীরসরাই উপজেলার মধ্য মগাদিয়া তিনঘরিয়া টোলা আমির বক্স মিয়া বাড়ির বাসিন্দা। অভিযুক্ত সাইনুর ইসলাম চৌধুরী সুফল (৩৭)।
আইনজীবী জিয়া হাবিব আহসান জানান, অভিযুক্ত বর্তমানে চট্টগ্রাম ইপিজেডে কোরিয়ান প্রতিষ্ঠান ‘ইয়ংওয়ান’-এ উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত। বিদেশে কর্মরত অবস্থায় বাদী তার কষ্টার্জিত অর্থ ব্যয়ে ছেলেকে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনার সুযোগ করে দেন।
অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে আসামি বিভিন্ন বেআইনি দাবিতে বাদীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। একপর্যায়ে ২০১৭ সালে নির্যাতনের কারণে বাদী অনিচ্ছাসত্ত্বেও বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকার ২৪ শতক জমি আসামির (ছেলে) নামে রেজিস্ট্রি দিতে বাধ্য হন। এছাড়া বাদীর কাছ থেকে ৫ লাখ টাকা ধার নিয়ে তা আত্মসাৎ করেন।
সম্প্রতি ঘরভিটা অভিযুক্তের (ছেলে) নামে রেজিস্ট্রি দিতে বলেন অন্যথায় ২০ লাখ টাকা দাবি করে বাদীকে (বাবা) হুমকি দেয় অভিযুক্ত। ভুক্তভোগী মফিজুল ইসলাম চৌধুরী টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ৪ জুলাই সকালে বাদীর ওপর হামলা চালায় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রাণে রক্ষা পান তিনি। এ সময় আসামি ভিটেমাটি থেকে উচ্ছেদের হুমকি দেন ভুক্তভোগী।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)