মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২


দিনাজপুর শিক্ষা বোর্ডে বাংলা ২য় পত্র পরীক্ষায় বহিষ্কার ১, অনুপস্থিত ১৫৫০

জেলা সংবাদদাতা, দিনাজপুর

প্রকাশিত:১৩ মে ২০২৫, ১৬:৪১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার বাংলা ২য় পত্র পরীক্ষায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, এদিন ১৫৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

মঙ্গলবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী।

তিনি জানান, এসএসসি পরীক্ষার বাংলা ২য় পত্র পরীক্ষায় ১ লাখ ৬৭ হাজার ৬০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এ পরীক্ষায় দিনাজপুরে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ওই পরীক্ষায় ১৫৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ০ দশমিক ৯২ শতাংশ।

দিনাজপুর বোর্ডের অধীন ৮ জেলার অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে: রংপুরে ২৫৭ জন, গাইবান্ধায় ২১৬, নীলফামারীতে ১৫৭, কুড়িগ্রামে ১৮০, লালমনিরহাটে ১১৬, দিনাজপুরে ৩০৯, ঠাকুরগাঁওয়ে ১৬২ ও পঞ্চগড় জেলায় ১৫৩ জন। এছাড়া, সকল কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানান।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫৫ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ০৪:৩৩ বিকেল
মাগরিব ০৬:৩৬ সন্ধ্যা
এশা ০৭:৫৫ রাত

মঙ্গলবার ১৩ মে ২০২৫