শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২


যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠকে জেলেনস্কিকে প্রয়োজন নেই : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:৮ আগষ্ট ২০২৫, ১৯:২২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে প্রত্যাশা করছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

গত ৬ আগস্ট বুধবার পুতিনের সহকারী এবং মুখপাত্র ইউরি উশাকভ জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে রাজি আছেন পুতিন। একই দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউস থেকে জানানো হয়, সামনের সপ্তাহে হবে ট্রাম্প-পুতিন বৈঠক।

পরের দিন বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য সেই বৈঠকের আয়োজক দেশ হতে পারে সংযুক্ত আরব আমিরাত।

একই দিন মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে অবশ্যই পুতিনকে জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে হবে।

শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে শুক্রবার ট্রাম্পকে এ ব্যাপারে প্রশ্ন করলে ট্রাম্প নিউইয়র্ক পোস্টের দাবি প্রত্যাখ্যান করে বলেন, “না, তার (পুতিন) জেলেনস্কির সঙ্গে বৈঠকের কোনো প্রয়োজন নেই। বৈঠক হবে শুধু আমার এবং পুতিনের মধ্যে।”

“প্রকৃতপক্ষে তাদের দুজনকেই পৃথকভাবে আমার সঙ্গে বৈঠক করতে হবে। তারপর এ যুদ্ধ থামানো এবং হত্যা বন্ধের জন্য যা করার, করব আমি।”

ঘটনাচক্রে গতকাল বুধবার পুতিনকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠকে জেলেনস্কি উপস্থিত থাকলে বিষয়টি তিনি কেমনভাবে নেবেন। উত্তরে পুতিন বলেছিলেন, “আমি আপত্তি করব না, তবে যদি এমন কিছু হয়— সেক্ষেত্রে আমি প্রত্যাশা করব যে আগেই ব্যাপারটি আমাকে জানানো হবে।”

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১০ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪১ বিকেল
মাগরিব ০৬.৪১ সন্ধ্যা
এশা ০৮:০০ রাত

শুক্রবার ৮ আগস্ট ২০২৫