বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২
ছবি সংগৃহীত
নব্বই দশকের জনপ্রিয় ঢাকাই চিত্রনায়িকা শাবনূর। শোবিজের রঙিন দুনিয়া ছেড়ে পরিবার নিয়ে দূরদেশে থিতু হয়েছেন অনেকদিন আগেই; খুব একটা দরকার না পড়লে দেশের মাটিতে পা পড়েনা এই নায়িকার।
তবে গত মার্চের দিকে তড়িঘড়ি করে কিছুক্ষণের জন্য ঢাকায় এসেছিলেন শাবনূর। এসেছিলেন চুপিসারে, এরপর অসুস্থ মাকে নিয়ে ফের উড়াল দেন নায়িকা।
এক দশকের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকছেন শাবনূর। কিন্তু নায়িকার ভক্তদের জন্য দুঃসংবাদ এই যে, সম্প্রতি সেখানে এক দুর্ঘটনার শিকার ঢালিউডের এই ভিন্টেজ নায়িকা!
গণমাধ্যমে দেওয়া বক্তব্যে এ শাবনূর জানান, মোবাইলে কথা বলতে বলতে সিডনির ল্যাকেম্বারের রাস্তায় হাঁটছিলেন শাবনূর। একপর্যায়ে অসাবধানতাবশত ফুটপাত থেকে পড়ে যান তিনি। এর ফলে এখন পায়ে প্লাস্টার করানো হয়েছে তার।
শাবনূর বলেছেন, ‘পা মচকে গেছে, হাঁটুর চামড়াও ছিলে গেছে। ব্যথায় ওঠার অবস্থায় ছিলাম না। পরে চিকিৎসকের চেম্বারে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করি। এরপর পায়ে প্লাস্টার করে দেওয়া হয়। আমাকে এখন ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে।’
যেহেতু নায়িকার নিজের অসাবধানতায় ঘটনাটি ঘটেছে, তাই বিষয়টি নিয়ে একরকম উপলব্ধি হয়েছে বলেও জানান তিনি।
শাবনূরের কথায়, ‘আমার এই দুর্ঘটনা সমাজের জন্য একটা বার্তা। ব্যথাটা পেয়ে আমার আক্কেল হয়েছে, জীবনে কোনো দিন কোথাও হাঁটতে–চলতে গিয়ে মোবাইল দেখব না। পথ চলতে গিয়ে এই মোবাইল দেখার সময় দুর্ঘটনায় আমার পা-টা ইনজুরি হয়েছে, এর জন্য আরও ভয়ংকর কিছুও হতে পারত।’
তবে এ ঘটনা শাবনূর ভক্তদের মনে দাগ কেটেছে। দুর্ঘটনার এই খবরটি নিজের ফ্যান পেজে শেয়ার করেছেন শাবনূর। সেখানে নায়িকা দোয়া চেয়ে লিখেছেন, ‘সবাই দোয়া করবেন দ্রুত সুস্থতার জন্য!’ তবে ভক্তরা তার জন্য মন খুলে দোয়া করছেন, তা নায়িকার মন্তব্যঘরে স্পষ্ট।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)