শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২


ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান : আইডিএফ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:১৯ জুন ২০২৫, ২৩:৩৪

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। শুক্রবার স্থানীয় সময় ভোরবেলা থেকে এই নিক্ষেপ শুরু হয়েছে বলে এক বিবৃতিতে বলেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

শুক্রবার সকালে এক বিবৃতিতে আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, “শুক্রবার ভোর থেকে ইসরায়েলজুড়ে সাইরেনের শব্দ পাওয়া যাচ্ছে। ইরান থেকে নিক্ষিপ্ত একের পর এক ক্ষেপণাস্ত্রের কারণে বাজছে এই সতর্কতামূলক সাইরেন। ইরানি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে ইতোমধ্যে ডিফেন্সিভ সিস্টেম চালু করা হয়েছে।”

“সেই সঙ্গে নাগরিকদের আহ্বান জানানো হচ্ছে যে, তারা যেন অবিলম্বে বম্ব শেল্টার কেন্দ্রগুলোতে আশ্রয় নেন।”

শুক্রবার ভোর থেকে এখন পর্যনত কত সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান— তা উল্লেখ করা হয়নি আইডিএফের বিবৃতিতে।

সূত্র : সিএনএন

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১০ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪১ বিকেল
মাগরিব ০৬.৪১ সন্ধ্যা
এশা ০৮:০০ রাত

শনিবার ৯ আগস্ট ২০২৫