বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও চীনের ওপর থেকে নির্ভরতাশীলতার অবসান ঘটানোর জন্য যুক্তরাজ্য ও ফ্রান্সকে হুঁশিয়ারি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার মতে, যুক্তরাষ্ট্র-চীনের ওপর অতিরিক্ত নির্ভরতা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ।
তিনি বলেছেন, বৈশ্বিক হুমকিগুলোর মুখে ইউরোপকে সুরক্ষিত রাখতে এবং যুক্তরাষ্ট্র ও চীনের ওপর অতিরিক্ত নির্ভরতা থেকে মুক্ত হতে যুক্তরাজ্য ও ফ্রান্সকে একসঙ্গে কাজ করতে হবে।
ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া এক বিরল ভাষণে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এসব কথা বলেন। বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বার্তাসংস্থাটি বলছে, ব্রেক্সিট-পরবর্তী সময়ে প্রথম ইউরোপীয় নেতা হিসেবে ম্যাক্রোঁকে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানানো হয়। রাজপরিবারের আনুষ্ঠানিক অভ্যর্থনা শেষে তিনি হাউস অব কমন্স ও হাউস অব লর্ডস — ব্রিটিশ পার্লাামেন্টের দুই কক্ষে ভাষণ দেন।
সেখানে তিনি বলেন, “যুক্তরাজ্য ও ফ্রান্সকে আবারও বিশ্বকে দেখাতে হবে, আমাদের জোট বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আমাদের সময়ের বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলায় একসঙ্গে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করাই একমাত্র পথ।”
আন্তর্জাতিক অঙ্গনে বিদ্যমান হুমকিগুলোর কথা উল্লেখ করে ম্যাক্রোঁ সতর্ক করে বলেন, “যুক্তরাষ্ট্র ও চীনের ওপর অতিরিক্ত নির্ভরতা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। আমাদের অর্থনীতি ও সমাজকে এই দ্বৈত নির্ভরতা থেকে মুক্ত করতে হবে।”
ম্যাক্রোঁ আরও বলেন, উভয় দেশের শিক্ষার্থী, গবেষক ও শিল্পীদের পারস্পরিক যাতায়াত সহজ করা উচিত। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অনলাইনে শিশুদের সুরক্ষা নিয়েও যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ম্যাক্রোঁর এ সফরকে ব্রিটেনের নতুন সরকার তথা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টির ইউরোপীয় মিত্রদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাজকীয় নৈশভোজে রাজা চার্লস বলেন, “আজকের রাতের এ উৎসব আমাদের নতুন যুগের প্রতীক। ১৯০৪ সালে শুরু হওয়া ‘এন্তান্ত কোরদিয়াল’ বন্ধুত্বকে আমরা আরও এগিয়ে নিচ্ছি— এখন সেটা কেবল কোরদিয়াল নয়, ‘আমিকাল’ (ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক)।”
৭৬ বছর বয়সী রাজা চার্লস বর্তমানে ক্যানসার চিকিৎসাধীন। অনুষ্ঠানে তার ডান চোখ কিছুটা লাল ছিল। বাকিংহাম প্যালেস জানিয়েছে, এটি রক্তনালির ফেটে যাওয়ার ফলে হয়েছে, যা তার অন্যান্য স্বাস্থ্যের সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত নয়।
ডিএস /সীমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)