রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২


ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:১৩ জুলাই ২০২৫, ১৬:২৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দখলদার ইসরায়েলের হামলায় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত ১৬ জুন এ হামলা হয়। ওই সময় পায়ে আঘাত পান তিনি।

রোববার (১৩ জুলাই) ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, ১৬ জুন পশ্চিম তেহরানের একটি ভবনে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যদের সঙ্গে একটি বৈঠকে বসেছিলেন পেজেশকিয়ান। তখন ওই ভবনে মিসাইল ছোড়ে দখলদাররা।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ওই সময় বৈঠক করছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ, বিচারিক প্রধান মোহসেনি ইজিই এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।

ফার্স নিউজ জানিয়েছে, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে যেভাবে হত্যা করা হয়েছিল, ইরানি প্রেসিডেন্টকেও একইভাবে হত্যা করতে চেয়েছিল ইসরায়েল। এ কারণে তারা ভবনটিতে ঢোকার ও বের হওয়ার ছয়টি পয়েন্টে ক্ষেপণাস্ত্র ছোড়ে। যেন সেখানে বাতাসের প্রবাহ বন্ধ হয়ে যায় এবং দমবন্ধ হয়ে তারা মারা যান।

বার্তাসংস্থাটি আরও জানিয়েছে, ইরানি কর্মকর্তারা ভবনটির বেজমেন্টে বৈঠক করছিলেন। কিন্তু যেহেতু আগে থেকেই প্রস্তুতি নেওয়া ছিল। তাই তারা আরেকটি বহির্গমন পথ ব্যবহার করে সেখান থেকে বের হয়ে যেতে সমর্থ হন।

এ হামলার সঙ্গে ইসরায়েলি গুপ্তচর জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। কারণ দখলদাররা খুব সূক্ষ্ম তথ্যের ভিত্তিতে হামলাটি চালিয়েছে।

ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইসরায়েল দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান, বিপ্লবী গার্ডের প্রধান, পরমাণু বিজ্ঞানীসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যা করে।

সূত্র: ফার্স নিউজ

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫৪ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৪৪ বিকেল
মাগরিব ০৬.৫৩ সন্ধ্যা
এশা ০৮:১৫ রাত

রবিবার ১৩ জুলাই ২০২৫