মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২


ইসরায়েলি এমপির ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:১৮ আগষ্ট ২০২৫, ১৯:১৩

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

কট্টর ইহুদিবাদী ও ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধী হিসেবে পরিচিত ইসরায়েলি সংসদ সদস্য সিমচা রথম্যানের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে ইসরায়েলি ওই সংসদ সদস্যের ভিসা বাতিলের তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের সদস্য সিমচা রথম্যানের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। তিনি বরাবরই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন এবং অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার আহ্বান জানিয়েছেন।

ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ নেতৃত্বাধীন রিলিজিয়াস জায়োনিজম পার্টির সদস্য সিমচা রথম্যান। অস্ট্রেলিয়ার স্থানীয় রক্ষণশীল ইহুদিবাদী একটি সংগঠনের আমন্ত্রণে চলতি মাসে সিডনি ও মেলবোর্ন সফরে যাওয়ার কথা ছিল তার।

সম্প্রতি বিশ্বের কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রেলিয়াও আগামী মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের পর সিমচা রথম্যান বলেছেন, ফিলিস্তিনকে অস্ট্রেলিয়ার স্বীকৃতির সিদ্ধান্ত ‌‌‘‘একটি গুরুতর ভুল এবং হামাস ও সন্ত্রাসবাদের জন্য বড় পুরস্কার’’ হবে।

গত জুনে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোট্রিচের বিরুদ্ধে একযোগে নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যসহ চারটি দেশ।

রথম্যান বলেছেন, অস্ট্রেলিয়ার সরকার বিতর্কিত ও উসকানিমূলক কিছু মন্তব্যের কারণে তার ভিসা বাতিল করেছে বলে তাকে জানিয়েছে। এর আগে, পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পক্ষে নিজের জোরাল অবস্থানের কথা জানান তিনি। একই সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলে তা ইসরায়েলের ধ্বংস ডেকে আনবে বলেও মন্তব্য করেন। তার এসব বিতর্কিত মন্তব্যের জেরে অস্ট্রেলিয়ার সরকার ওই ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।

সোমবার টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে রথম্যান বলেছেন, আমি ব্যক্তিগতভাবে যা বলেছি, তা ইসরায়েলি জনগণের বিশাল অংশ ও ইসরায়েল সরকারের পক্ষ থেকেও বার বার বলা হয়েছে।

ই-মেইল দেওয়া এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেন, অস্ট্রেলিয়ায় বিভাজন ছড়াতে চায়, এমন ব্যক্তিদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেয়। তিনি বলেন, যারা ঘৃণা ও বিভেদের বার্তা প্রচার করতে আসবেন, তাদের এখানে স্বাগত জানানো হবে না। আমাদের সরকারের অধীনে অস্ট্রেলিয়া এমন একটি দেশে পরিণত হবে, যেখানে সবাই নিরাপদে থাকবেন এবং নিরাপদ অনুভব করবেন।

তবে বিবৃতিতে রথম্যানের ভিসা বাতিলের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি তিনি। এ বিষয়ে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও আর কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

রথম্যান বর্তমানে ইসরায়েলের সংসদ নেসেটের বিচার বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান। অস্ট্রেলিয়ার ইহুদিদের সংগঠন অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের (এজেএ) অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ইসরায়েলি এই সংসদ সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

সংগঠনটির প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট গ্রেগরি বলেছেন, রথম্যানের সফরের উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ; যারা সাম্প্রতিক সময়ে ইহুদিবিদ্বেষের মুখোমুখি হয়েছেন। তিনি বলেন, সফরে ইহুদিবিদ্বেষের শিকার ব্যক্তিদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা ছিল রথম্যানের।

সূত্র: রয়টার্স।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩৩ সন্ধ্যা
এশা ০৭:৪৯ রাত

মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫