সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২


ফজলুর রহমান: দল আমার ব্যাপারে যে সিদ্ধান্ত দেবে, মাথা পেতে নেব

আদালত প্রতিবেদক

প্রকাশিত:২৫ আগষ্ট ২০২৫, ১৭:৩১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

শোকজ নোটিশ পাওয়ার পরে দলীয় সিদ্ধান্ত মাথা পেতে নেওয়ার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান।

সোমবার (২৫ আগস্ট) হাইকোর্টে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। বিএনপির এই নেতা বলেন, “আমি নির্দিষ্ট সময়ে দলকে আমার উত্তর দেব এবং আমার দল আমার ব্যাপারে যে সিদ্ধান্ত দেবে, সেটা মাথা পেতে মেনে নেব।”

এর আগে গতকাল রবিবার জুলাই গণ-অভ্যুত্থানকে নিয়ে ‘‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’’ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে তাকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়।

এদিকে ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন কয়েকজন। গতকাল রবিবার (২৪ আগস্ট) মধ্যরাত থেকে “বিপ্লবী ছাত্র জনতা” ব্যানারে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ”, “জুলাই রাজবন্দী”সহ কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ফজলুর রহমান।

বিএনপি নেতা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থানবিএনপি নেতা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থান
এ প্রসঙ্গে তিনি বলেন, “আমার বাসার নিচে কতগুলো ছেলে-মেয়ে, সংখ্যায় সাত-আটজন হবে। তারা সকাল থেকে মব সৃষ্টি করছে। দল শোকজ করতেই পারে তাই বলে আমার বাসায় মব সৃষ্টি করে আমাকে হত্যা চেষ্টা করবে। তারা খুব বিশ্রি স্লোগান দিচ্ছিল। ফজলুরকে হত্যা করো, ফজলুর রহমানকে গ্রেপ্তার করো ইত্যাদি, ইত্যাদি। স্লোগানের ভাষা মানে এমন কোনো...। কয়েকজন বাসার ভেতরে ঢোকার চেষ্টা করে। আমি সেই বাসায় থাকি, ভাড়া বাসা। আমি এখন শঙ্কায় আছি যেই বাসায় ভাড়া থাকি সেই মালিক এখন আমাকে আর ভাড়া থাকতে দেবে কি না।”

তিনি বলেন, “আমাকে হত্যা করতে চায় এবং বিদেশ থেকে কিছু ইউটিউবার বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে দুই জন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য। এবং কালকে রাত্রে বা পরশু রাত্রে দেখলাম এরা সবাই জামায়াতের লোক।”

তিনি আরও বলেন, ‘‘আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের ১৮ কোটি মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই, হে বাংলাদেশের মানুষ, আজ থেকে ৫৪ বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম। আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দাও তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম। তোমাদের কাছ থেকে কি আমার অপমৃত্যুটা আমার কাম্য?”

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, “বিএনপি নেতা ফজলুর রহমানের বাসার সামনে ৮ থেকে ১০ জন ব্যক্তি অবস্থান নিয়েছেন। তারা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। পুলিশ সতর্ক অবস্থানে আছে।”

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৯ ভোর
যোহর ১২:০১ দুপুর
আছর ০৪:৩৪ বিকেল
মাগরিব ০৬.২৭ সন্ধ্যা
এশা ০৭:৪২ রাত

সোমবার ২৫ আগস্ট ২০২৫