মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২


ন্যায়বিচার জনকেন্দ্রিক করতে এডিআর অপরিহার্য: প্রধান বিচারপতি

আদালত প্রতিবেদক

প্রকাশিত:২৫ আগষ্ট ২০২৫, ২১:৫৩

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ন্যায়বিচারকে জনগণের জন্য সহজলভ্য ও জনকেন্দ্রিক করতে বিচারব্যবস্থার মূল কেন্দ্রে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) থাকা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ন্যাশনাল কনফারেন্স অন এডিআর: রোল অব ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড কমিটিজ (ডিএলএসিএস) ইন ইমপ্লিমেন্টিং নিউ লেজিসলেশন্স’ শীর্ষক জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (এনএলএএসও) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-র যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি।

বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, ‘ন্যায়বিচারকে জনকেন্দ্রিক করতে হলে আইনগত সহায়তা ও বিকল্প বিরোধ নিষ্পত্তিকে বিচারব্যবস্থার কেন্দ্রে রাখতে হবে। ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক রূপান্তর বিচারব্যবস্থার ওপরও গভীর প্রভাব ফেলেছে। এর পর থেকেই আইনগত সহায়তা খাতে সংস্কার আনা হয়েছে।’

তিনি জানান, অর্থনৈতিক সামর্থ্যের পাশাপাশি বাস্তব অক্ষমতার কারণেও কেউ যেন আইনজীবী ছাড়া আদালতে হাজির না হন, তা নিশ্চিত করতে প্রচলিত ‘অর্থনৈতিক সামর্থ পরীক্ষা’-র সঙ্গে ‘সক্ষমতা পরীক্ষা’ চালু করা হয়েছে। ইতোমধ্যে জেলা লিগ্যাল এইড কমিটি শক্তিশালী করা, এডিআর কার্যক্রম সম্প্রসারণ, ডিজিটাল প্ল্যাটফর্মে সেবা চালু এবং বিচারক ও আইনজীবীদের জন্য মধ্যস্থতা প্রশিক্ষণ শুরু হয়েছে।

প্রধান বিচারপতি বলেন, ‘ছাত্র আন্দোলন আমাদের শিখিয়েছে বৈধতা আসে আস্থা থেকে। বিচার বিভাগ আস্থা অর্জন করতে পারবে তখনই, যখন এটি হবে আরও স্বাধীন, দক্ষ ও মানবিক। স্বাধীনতা মানে প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন, দক্ষতা মানে মামলা জট কমাতে আধুনিক প্রক্রিয়া ব্যবহার, আর মানবিকতা মানে রূপান্তরমূলক আইনগত সহায়তা।’

তিনি আশা প্রকাশ করেন, এ সম্মেলন হবে নতুন আন্দোলনের সূচনা—যেখানে এডিআর ও আইনগত সহায়তা বিচারব্যবস্থার কেন্দ্রে থাকবে এবং সংবিধানের অঙ্গীকার ‘সব নাগরিক আইনের সমান সুরক্ষা পাবেন’ বাস্তবে রূপ নেবে।

সম্মেলনে মূল বক্তব্য দেন এনএলএএসও-এর নির্বাহী পরিচালক সৈয়দ আজাদ সুবহানী। সভাপতিত্ব করেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ইউএনডিপি প্রতিনিধি স্টিফান লিলার, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রমুখ।

এ ছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতিরা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা, ৬৪ জেলার জেলা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যানসহ প্রায় ৩০০ জন প্রতিনিধি অংশ নেন সম্মেলনে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৯ ভোর
যোহর ১২:০১ দুপুর
আছর ০৪:৩৪ বিকেল
মাগরিব ০৬.২৭ সন্ধ্যা
এশা ০৭:৪২ রাত

মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫