মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২


রিজার্ভ চুরি: প্রতিবেদন জমার তারিখ পেছাল ৮৮ বার

আদালত প্রতিবেদক

প্রকাশিত:২৬ আগষ্ট ২০২৫, ১৩:১৬

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ৮৮তম বার পেছাল এ মামলার প্রতিবেদন জমার সময়সীমা।

মঙ্গলবার (২৬ আগস্ট) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন হলেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা জমা দিতে পারেনি। ফলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত নতুন তারিখ হিসেবে আগামী ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করে দেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয়। ধারণা করা হয়, দেশের ভেতরের কোনো চক্রের সহায়তায় এ অর্থপাচারটি হয়েছে।

এর পর ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন। পরদিন ১৬ মার্চ আদালত মামলার তদন্তভার সিআইডিকে হস্তান্তর করে। তখন থেকে এ মামলা তদন্ত করছে সংস্থাটি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২০ ভোর
যোহর ১২:০১ দুপুর
আছর ০৪:৩৩ বিকেল
মাগরিব ০৬.২৬ সন্ধ্যা
এশা ০৭:৪১ রাত

মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫