বৃহঃস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২


জুলাই সনদ নিয়ে মতামত জমা দেয়ার সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২০ আগষ্ট ২০২৫, ২০:৫৩

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

জুলাই সনদের নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত দেয়ার সময় বাড়িয়েছে ঐকমত্য কমিশন। আগামী শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টা পর্যন্ত মতামত জমা দিতে পারবে দলগুলো।

আজ বুধবার (২০ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঐকমত্য কমিশন। তাতে বলা হয়, জুলাই সনদের মতামত জমাদানের সময় ২২ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

এদিকে, আজ বুধবার জুলাই সনদ নিয়ে বিএনপি তাদের মতামত ঐকমত্য কমিশনের কাছে পাঠিয়েছে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

এর আগে, গত ১৬ আগস্ট মতামত চেয়ে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠায় জাতীয় ঐকমত্য কমিশন। সনদের পটভূমিতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং ২০১৮ সালের কোটা আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে।

জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় প্রস্তাবে বলা হয়েছে, এই সনদের কোনও বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনও আদালতে প্রশ্ন তোলা যাবে না।

জুলাই সনদের যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত, সেগুলো কোনও প্রকার কালক্ষেপণ না করে জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার সম্পূর্ণরুপে বাস্তবায়ন করবে, তা বলা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০২ দুপুর
আছর ০৪:৪৬ বিকেল
মাগরিব ০৬.৩১ সন্ধ্যা
এশা ০৭:৪৭ রাত

বৃহঃস্পতিবার ২১ আগস্ট ২০২৫