শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২


আনচেলত্তির হাত ধরেই হেক্সা মিশন সফল করবে ব্রাজিল, বিশ্বাস রিভালদোর

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১৩ মে ২০২৫, ১৮:৩৯

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির জন্য ব্রাজিল দলের অপেক্ষা ছিল অনেকটা দিনের। এর আগে একদফায় চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল তারা। তবে এবারে ঠিকই শেষ হাসি হেসেছে ব্রাজিল। চলতি মে মাসেই ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচকে জুন মাস থেকেই পুরোদমে নিজেদের জাতীয় দলের ডাগআউটে পাবেন ভিনিসিয়ুস-রদ্রিগোরা।

২৬ মে থেকে ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি। ২০২৬ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এই ইতালিয়ান কোচ। এই চুক্তির মাধ্যমে ব্রাজিল ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে প্রথম বিদেশি কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। এর আগে কখনোই কোনো বিদেশি কোচ পূর্ণ মেয়াদে ব্রাজিলের কোচ হননি।

রিভালদোর বিশ্বাস খারাপ সময় পার করা ব্রাজিলকে পথ দেখাতে পারবেন আনচেলত্তি। ব্রাজিলের সাবেক এই তারকা ফুটবলার বলেন, ‘অন্তত তারা সেরাদের একজনকে বেছে নিয়েছে। একজন সফল কোচ, যার অধীনে এসি মিলানে আমার খেলার সুযোগ হয়েছিল। যে ক্লাবগুলোতে তিনি গেছেন, সেখানেই জিতেছেন। যদিও বিশ্বকাপের আগে আনচেলত্তির হাতে সময় খুব কম, তবে দুর্দান্ত একটি কাজ করার সম্ভাবনা আছে তার।’

‘ইউরোপে ও ব্রাজিলে খেলা ফুটবলারদের সমন্বয়ে আনচেলত্তি একটি শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ দল দাঁড় করাতে পারেন। সমর্থন পেলে এবং জাতীয় দলের বিষয়গুলো বিশ্লেষণের সময় পেলে তিনি ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপের দীর্ঘ অপেক্ষার অবসানে নেতৃত্ব দিতে পারেন। এই দারুণ চ্যালেঞ্জের জন্য তাকে শুভকামনা জানাই আমি।’-যোগ করেন তিনি।

তবে রিভালদো মনে করছেন দেশি কোনো কোচকে রাখা গেলে আর ভালো হতে পারতো। তিনি বলেন, ‘যাই হোক না কেন, এ পর্যন্ত আমাদের পাঁচটি বিশ্বকাপই জিতেছেন দেশি কোচ। কোনো বিদেশি কোচ এখন পর্যন্ত অন্য কোনো দলের হয়ে বিশ্বকাপ জেতেনি।’

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৪৮ ভোর
যোহর ১১:৫৬ দুপুর
আছর ০৪:৩৫ বিকেল
মাগরিব ০৬:৪২ সন্ধ্যা
এশা ০৮:০৩ রাত

শনিবার ২৪ মে ২০২৫