শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২


৮ বছর পর দলে ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২১ জুন ২০২৫, ০৫:৫৬

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

৮ বছর পর জাতীয় দলে ফিরেছেন করুণ নায়ার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশেও সুযোগ পেয়েছেন তিনি। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেই একটা রেকর্ড গড়েছেন তিনি।

এর আগে ভারতের হয়ে ২০১৭ সালের মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন নায়ার। এরপর কেটে গেছে ৮ বছরেরও বেশি সময়। এই সময়ের মধ্যে ৪০২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ভারত। তবে দলে ফিরতে পারেননি নায়ার।

এর বেশি ম্যাচ মিস করে আর কোনো ব্যাটারই জাতীয় দলে ফিরতে পারেননি। তাই সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ মিস করে ফেরার রেকর্ড এখন নায়ারের দখলে।

২০১৬ সালে অভিষেকের পর মাত্র ৬টি টেস্ট খেলেছেন করুণ। প্রথম দু’টি ম্যাচে ব্যর্থ হওয়ার পর তৃতীয় ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করেন দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে। তবে পরের অস্ট্রেলিয়া সিরিজে খারাপ খেলার কারণে বাদ পড়েন। তার পর আট বছর লেগেছে জাতীয় দলে ফিরতে।

ইংল্যান্ড সিরিজ দিয়ে ফেরা নায়ার অবশ্য ইংল্যান্ডকে মনে রাখবেন ভিন্ন কারণেও। ২০১৮ সালের ইংল্যান্ড সফরে তখনকার অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রীর উপেক্ষা এখনও ঘায়ের মতো হয়ে রয়েছে করুণের জীবনে। সেটিও ছিল ইংল্যান্ড সফর। পাঁচ ম্যাচের সিরিজের পুরোটাই বেঞ্চে বসে কাটাতে হয়েছিল করুণকে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১০ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪১ বিকেল
মাগরিব ০৬.৪১ সন্ধ্যা
এশা ০৮:০০ রাত

শনিবার ৯ আগস্ট ২০২৫