বৃহঃস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২


সাব্বির-নাসিরকে রেখে রাজশাহী-রংপুরের দল ঘোষণা

খেলা ডেস্ক

প্রকাশিত:১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৯

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। আর এই টুর্নামেন্টের জন্য আজ (বৃহস্পতিবার) দল ঘোষণা করেছে রাজশাহী ও রংপুর বিভাগ। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশ্রণে শক্তিশালী দল গড়েছে এই দুই বিভাগ।

আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে রাজশাহী বিভাগের অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া তার দলে আছেন সাব্বির রহমান, নাহিদ রানা ও তাইজুল ইসলামদের মতো তারকা ক্রিকেটাররা। এশিয়া কাপের স্কোয়াডে থাকা তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়রাও আছেন স্ট্যান্ডবাই তালিকায়।

অন্যদিকে, রংপুরের অধিনায়কত্বে আছেন গত আসরের শিরোপাজয়ী আকবর আলী। তার দলে আছেন অভিজ্ঞ ক্রিকেটার নাসির হোসেন। এ ছাড়া মুকিদুল ইসলাম মুগ্ধ, আব্দুল্লাহ আল মামুন ও মুশফিক হাসানরা রয়েছেন রংপুরের স্কোয়াডে। দলটির স্ট্যান্ডবাই তালিকায় আছেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। এ ছাড়া রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম স্ট্যান্ডবাই তালিকায় আছেন।

রাজশাহী বিভাগের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, সাব্বির রহমান রোমান, মেহেরব হোসেন অহিন, প্রীতম কুমার, শাখির হোসেন শুভ্র, গোলাম কিবরিয়া শাকিল, ওয়াসি সিদ্দিকী, তাইজুল ইসলাম, নিহাদুজ্জামান, মোহর শেখ অন্তর, আসাদুজ্জামান পায়েল, শফিকুল ইসলাম, নাহিদ রানা।

স্ট্যান্ডবাই ক্রিকেটার : রহিম আহমেদ, সুজন হাওলাদার, নাঈম ইসলাম, মিজানুর রহমান, তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়।

রংপুর বিভাগের স্কোয়াড

অনিক সরকার, মিম মোসাদ্দেক, তানবীর হায়দার খান, আকবর আলী, আব্দুল্লাহ আল মামুন, নাসির হোসেন, নাঈম ইসলাম, জাহিদ জাভেদ, মুশফিক হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আব্দুল গাফফার সাকলাইন, আবু হাসিম, এনামুল হক এনাম, আলাউদ্দিন বাবু, রাফিউজ্জামান রাফি।

স্ট্যান্ডবাই ক্রিকেটার : লিওন ইসলাম, আরিফ রেজা, ইকবাল হোসেন, নজরুল ইসলাম মুন্না, রবিউল হক, লিটন দাস, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৭ ভোর
যোহর ১১:৫৬ দুপুর
আছর ০৪:২৩ বিকেল
মাগরিব ০৬.১০ সন্ধ্যা
এশা ০৭:২৩ রাত

বৃহঃস্পতিবার ১১ সেপ্টেম্বর ২০২৫