সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২


কখন মিসওয়াক করবেন?

ধর্ম ডেস্ক

প্রকাশিত:৫ মে ২০২৫, ১০:২২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

মুখের পরিচ্ছন্নতা ও আল্লাহর সন্তুষ্টি লাভের সহজ একটি মাধ্যম হলো মিসওয়াক। হজরত আবু বকর (রা.) বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মিসওয়াক মুখকে পরিষ্কার রাখে এবং তা আল্লাহর সন্তুষ্টির উপায়। (মুসনাদে আহমদ, হাদিস : ৬২)

আবু উমামাহ রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মিসওয়াক করো। কেননা মিসওয়াক মুখ পবিত্র ও পরিষ্কার করে এবং মহান প্রভুর সন্তুষ্টি লাভের উপায়। আমার কাছে যখনই জিবরাঈল আলাইহিস সালাম এসেছেন তখনই আমাকে মিসওয়াক করার উপদেশ দিয়েছেন। শেষে আমার আশঙ্কা হয় যে, তা আমার ও আমার উম্মতের জন্য ফরজ করা হবে। আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর হওয়ার আশঙ্কা না করতাম, তাহলে তাদের জন্য তা ফরজ করে দিতাম। আমি এত বেশি মিসওয়াক করি যে, আমার মাড়িতে ঘা হওয়ার আশঙ্কা হয়। (ইবনে মাজাহ, হাদিস, ২৮৯)

আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আল্লাহর সন্তুষ্টিই হলো সর্বোচ্চ সাফল্য। (সূরা তওবা, আয়াত : ৭২)

হজরত আলী (রা.) বলেন, তোমাদের মুখই হলো কোরআন তিলাওয়াতের স্থান। সুতরাং তা সবসময় পরিষ্কার রাখো, মিসওয়াকের মাধ্যমে। (ইবনে মাজাহ, হাদিস : ২৯১)

কখন কখন মিসওয়াক করা সুন্নত?

ঘরে প্রবেশের সময়

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, নবীজি ঘরে প্রবেশ করতেন আর সঙ্গে সঙ্গেই মিসওয়াক করতেন। (সহিহ মুসলিম, হাদিস : ২৫৩)

ঘুম থেকে জেগে

হজরত ইবনে ওমর (রা.) বলেন, নবীজি ঘুমানোর সময় মিসওয়াক হাতের পাশে রাখতেন এবং জেগে উঠেই মিসওয়াক করতেন। (মুসনাদে আহমদ, হাদিস : ৫৯৭৯)

অজুর আগে

হজরত আয়েশা (রা.) বলেন, রাত হোক কিংবা দিন—প্রিয় নবী ঘুম থেকে জেগে উঠলে অজুর আগে মিসওয়াক করতেন। (মুসনাদে আহমদ, হাদিস : ২৪৯০০)

মৃত্যুশয্যাতেও মিসওয়াক

আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সা.) আমার কোলেই ইন্তিকাল করেন। মৃত্যুর আগে হজরত আব্দুর রহমান (রা.)-এর হাতে থাকা মিসওয়াকের দিকে তাকালেন। আমি তা বুঝে নিয়ে নরম করে তাঁকে দিলাম। তিনি সুন্দরভাবে মিসওয়াক করলেন, যেমনটা সুস্থ অবস্থায় করতেন। (সহিহ বুখারি, হাদিস : ৪৪৫১)

জুমার দিন

জুমার দিন গোসলের পাশাপাশি মিসওয়াকেরও তাগিদ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হাদিসে এসেছে—

জুমার দিন প্রাপ্তবয়স্ক প্রত্যেকের জন্য গোসল ও মিসওয়াক করা অপরিহার্য। এবং যিনি সুগন্ধি ব্যবহার করতে পারেন, তিনিও যেন তা করেন। (সহিহ মুসলিম, হাদিস : ৮৪৬)

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০০ ভোর
যোহর ১১:৫৬ দুপুর
আছর ০৪:৩২ বিকেল
মাগরিব ০৬:৩২ সন্ধ্যা
এশা ০৭:৪৯ রাত

সোমবার ৫ মে ২০২৫