বৃহঃস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
ছবি সংগৃহীত
ইউরোপের দেশ ইতালির কারাগারগুলোতে তাদের সর্বোচ্চ ধারণক্ষমতার চেয়ে বেশি অপরাধী বন্দি রয়েছে, যা দিনদিন আরও বাড়ছে। অনেক কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণ বা তারও বেশি বন্দি রাখার ফলে কারাগারগুলোতে প্রায়ই বিশৃঙ্খলা সৃষ্টিসহ নানা সমস্যা দেখা দিচ্ছে। এ পরিস্থিতিতে ১০ হাজারের বেশি কারাবন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ১০ হাজার ১০৫ জন বন্দিকে, যা মোট বন্দির প্রায় ১৫ শতাংশ- মুক্তি পাওয়ার যোগ্য হিসেবে তালিকাভূক্ত করা হয়েছে। এক্ষেত্রে যাদের মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয়েছে এবং আর আপিলের অধীন নয়, যাদের সাজা শেষ হতে ২ বছরের কম সময় বাকি আছে এবং গত ১২ মাসে কারাগারে কোনো গুরুতর শাস্তিমূলক অপরাধ করেনি এমন ব্যক্তিদেরই বাছাই করা হয়।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, সন্ত্রাসবাদ, সংগঠিত অপরাধ, ধর্ষণ, অভিবাসী পাচার এবং অপহরণের মতো গুরুতর অপরাধের জন্য কারাদণ্ডপ্রাপ্তদের এ তালিকায় অর্ন্তভুক্ত করা হয়নি।
ওয়ার্ল্ড প্রিজন ব্রিফ ডাটাবেস-এর তথ্য অনুসারে, ইউরোপের মধ্যে ইতালির কারাগারে সবচেয়ে বেশি বন্দি রয়েছে। দেশটির কারগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে গড়ে প্রায় ২২ শতাংশ বেশি বন্দিকে আটক রাখা হয়েছে। ইতালির পর রয়েছে সাইপ্রাস, ফ্রান্স এবং তুরস্ক।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি ইতালির কারাগারগুলোতে বন্দিদের আত্মহত্যার ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং শীতাতপ নিয়ন্ত্রিত নয় এমন বন্দি শিবিরগুলোতে অতিরিক্ত গরমে বন্দিদের দুর্দশার বিষয়টি কতৃপক্ষের মনোযোগ আকর্ষণ করেছে। তবে বন্দিদের দ্রুত মুক্তি একটি রাজনৈতিকভাবে সংবেদনশীল পদক্ষেপ, যা এটি রাতারাতি ঘটবে না।
বিচার মন্ত্রণালয় বলেছে, পৃথক মামলার সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে কারাগার এবং প্যারোল বিচারকদের সঙ্গে যোগাযোগের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যা সাপ্তাহিকভাবে মিলিত হবে এবং সেপ্টেম্বরের মধ্যে তাদের প্রতিবেদন দেবে। এরপরই তালিকা অনুযায়ী বন্দিদের মুক্তি দেওয়া হবে।
সূত্র: রয়টার্স
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)