রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২


আজ থেকে ব্যাংক লেনদেনের নতুন সময় সূচি

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:১২ মার্চ ২০২৪, ১২:৫০

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ মার্চ) থেকে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।

অন্যান্য দিনে ব্যাংকে লেনদেন চলে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত, মোট সাড়ে ৫ ঘণ্টা। রমজানে আগের চেয়ে আধা ঘণ্টা কমে ব্যাংকে বিরতিহীনভাবে লেনদেন চলবে পাঁচ ঘণ্টা।

এর আগে গেল মঙ্গলবার (৫ মার্চ) রমজানে ব্যাংকিং লেনদেনের নতুন এই সময়সীমা নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক।

এছাড়াও লেনদেনের সময়সীমার পাশাপাশি রমজানে ব্যাংকের অফিস সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজানে ব্যাংকের অফিস সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত। রোজার আগে এই অফিস সূচি ছিল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

রোজা শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে যাবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫৬ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ০৪:৩৩ বিকেল
মাগরিব ০৬:৩৫ সন্ধ্যা
এশা ০৭:৫৪ রাত

রবিবার ১১ মে ২০২৫