মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২


৬ যুদ্ধ থামানোর দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:২৮ জুলাই ২০২৫, ২১:০৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার নেতৃত্বে বিশ্ব ৬টি বড় যুদ্ধের হাত থেকে রক্ষা পেয়েছে—এর মধ্যে ভারত-পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধও রয়েছে।

তিনি বলেন, আমি হোয়াইট হাউসে না থাকলে এখন পর্যন্ত ৬টি বড় যুদ্ধ শুরু হয়ে যেত। ভারত এখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করত। তিনি দাবি করেন, বিশ্বজুড়ে বিভিন্ন উত্তেজনাপূর্ণ অঞ্চলে তিনি সফলভাবে উত্তেজনা প্রশমনে ভূমিকা রেখেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘর্ষের সময় তিনি বাণিজ্য আলোচনা বন্ধের হুমকি দিয়ে উভয় দেশকে যুদ্ধবিরতিতে বাধ্য করেন।

তিনি আরও বলেন, সার্বিয়া-কসোভো এবং রুয়ান্ডা-কঙ্গোর মধ্যকার উত্তেজনা কমাতে তার প্রশাসন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছি আমরা।

তবে তিনি যে ৬টি যুদ্ধ ঠেকানোর কথা বলেছেন, তার মধ্যে বাকি দুইটির নাম উল্লেখ করেননি।

ইরান যদি তার পরমাণু কর্মসূচি পুনরায় শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক পদক্ষেপ নেবে বলে সতর্ক করেছেন ট্রাম্প।

ট্রাম্প আরও বলেন, ইরান সম্প্রতি বেশ কিছু বিপজ্জনক বার্তা দিচ্ছে তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এবং আমরা তা অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি।

ট্রাম্প গাজা যুদ্ধ নিয়েও মন্তব্য করেছেন। তিনি যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, এ সংঘাত বন্ধে অন্যান্য দেশগুলোকেও সামনে এসে দায়িত্ব নিতে হবে।

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী গাজা পরিস্থিতিকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়ে বলেন, অনাহারে কাতর শিশুদের ছবি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি সাফ জানিয়ে দেন, ভবিষ্যতের ফিলিস্তিনি সরকারে হামাসের কোনো স্থান থাকবে না।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে ওষুধ শিল্পে সহযোগিতা অব্যাহত থাকবে এবং ফার্মাসিউটিক্যাল পণ্যের ওপর শুল্ক চাপানো হবে না।

সূত্র: সামা টিভি

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৪ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪৩ বিকেল
মাগরিব ০৬.৪৭ সন্ধ্যা
এশা ০৮:৭ রাত

মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫