বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২


পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৬ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:১৪ আগষ্ট ২০২৫, ১৮:৩৪

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার-পাখতুনখোয়ায় বিভিন্ন এলাকায় বন্দুক ও গ্রেনেড হামলা চালিয়ে ছয় পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এসব হামলায় আরও ৯ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী বাবাখেল বলেন, বুধবার গভীর রাতে আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের সাতটি জেলার পুলিশ স্টেশন, চেকপয়েন্ট এবং টহল লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

তিনি বলেন, জঙ্গিরা কিছু হামলায় রকেট-চালিত গ্রেনেড লঞ্চার ব্যবহার করেছে, এতে ছয় পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও নয়জন আহত হয়েছেন।

আফগান তালেবানের সঙ্গে সম্পর্কযুক্ত পাকিস্তানি ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। ২০২২ সালের শেষের দিকে টিটিপি পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করার পর থেকে হামলা আরও তীব্র হয়েছে। বিশেষ করে খাইবার-পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে তাদের সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে।

পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ, গত কয়েক মাস ধরে, বান্নু, পেশোয়ার, কারাক, লাক্কি মারওয়াত এবং বাজাউরসহ খাইবার-পাখতুনখোয়ায় একাধিক এলাকা পুলিশ বাহিনীর ওপর ধারাবাহিক হামলার শিকার হয়েছে। ২০২৪ সালে জঙ্গিরা দেশব্যাপী ৩৩৫টি হামলা চালিয়ে ৫২০ জনকে হত্যা করে।

পাকিস্তান সরকার বলেছে, জঙ্গিরা প্রতিবেশী আফগানিস্তানের ভেতর থেকে তাদের তৎপরতা চালায়, যেখানে তারা যোদ্ধাদের প্রশিক্ষণ দেয় এবং হামলার পরিকল্পনা করে, তবে কাবুলের তালেকান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: রয়টার্স

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৩ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩৯ বিকেল
মাগরিব ০৬.৩৬ সন্ধ্যা
এশা ০৭:৫৩ রাত

বৃহঃস্পতিবার ১৪ আগস্ট ২০২৫