বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২


যৌথ অভিযানে ১৩ টন পলিথিন জব্দ, ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৪ আগষ্ট ২০২৫, ১৯:২০

ছবি ‍সংগৃহিত

ছবি ‍সংগৃহিত

নিষিদ্ধ পলিথিন ও পরিবেশবিধি লঙ্ঘনের বিরুদ্ধে সারাদেশে যৌথ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১৩ আগস্ট) নারায়ণগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুর জেলায় একযোগে পরিচালিত ৩টি মোবাইল কোর্টে ১১ মামলায় মোট ৬ লাখ ২০ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ১৩ হাজার ২৬ কেজি অবৈধ পলিথিন জব্দ ও ৩টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কয়েকটি সুপারশপ ও দোকানে পলিথিনের ক্ষতি সম্পর্কে সতর্ক করে লিফলেটও বিতরণ করা হয়।

বাগেরহাট সদর উপজেলার ফুলবাড়ীতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম ও আদনান জুলফিকারের নেতৃত্বে শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন বিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ২টি যানবাহন থেকে ৪টি হাইড্রোলিক হর্ন পাইপ জব্দ এবং ১৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক দেলোয়ার হোসেন।

লালমনিরহাট সদর উপজেলার লালমনিরহাট-রংপুর মহাসড়কে উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে ৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়, ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়। প্রসিকিউশন দেন পরিদর্শক মো. গোলাম আসিফ রহমান।

অন্যদিকে, ১৩ আগস্ট বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় মহামান্য হাইকোর্টের নির্দেশে যৌথ অভিযানে এলাহি ব্রিকস ম্যানু : ও সেভেন ব্রিকস ম্যানু : নামের দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। একইদিন কিশোরগঞ্জে ৩টি অবৈধ ইটভাটাও উচ্ছেদ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ পলিথিন, শব্দদূষণ ও পরিবেশবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এসব অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৩ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩৯ বিকেল
মাগরিব ০৬.৩৬ সন্ধ্যা
এশা ০৭:৫৩ রাত

বৃহঃস্পতিবার ১৪ আগস্ট ২০২৫