বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২


আজীবন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:২৮ আগষ্ট ২০২৫, ১৯:০৯

ছবি ‍সংগৃহিত

ছবি ‍সংগৃহিত

যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসা আবেদনকারীদের সতর্ক করে একটি বার্তা প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস।

দূতাবাস জানায়, কারও বিরুদ্ধে অপরাধমূলক কোনো দণ্ড থাকলে তিনি আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। এমনকি ছোটখাটো অপরাধও ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে দূতাবাস।

মার্কিন দূতাবাস জানায়, কনস্যুলার অফিসাররা ভিসা আবেদনকারীর অপরাধ সংক্রান্ত রেকর্ড পর্যালোচনা করতে পারেন। আগের যেকোনো আইন লঙ্ঘনের ঘটনা কিংবা গ্রেফতারের তথ্য তাদের নজরে আসতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, ভিসা আবেদন ও সাক্ষাৎকারের সময় মিথ্যা তথ্য দিলে সেটিও নিষেধাজ্ঞার কারণ হতে পারে। তাই সব আবেদনকারীকে সত্য তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাসের বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ভিসা আবেদন ও সাক্ষাৎকারে সত্য বলুন। মিথ্যা বললে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে, এমনকি আজীবন নিষেধাজ্ঞাও আসতে পারে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২০ ভোর
যোহর ১২:১২ দুপুর
আছর ০৪:৩২ বিকেল
মাগরিব ০৬.২৪ সন্ধ্যা
এশা ০৭:৩৯ রাত

বৃহঃস্পতিবার ২৮ আগস্ট ২০২৫