মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২


মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের টিকিটের অর্থ দেবে বিসিবি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২৪ জুলাই ২০২৫, ১৮:৩৬

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহত হয়েছে। ওই দুর্ঘটনায় আহত ও নিহতদের উদ্দেশ্যে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় উৎসর্গ করেছে বাংলাদেশ। বিসিবি দোয়া মাহফিলের আয়োজন করেছিল। এবার আরও বড় পদক্ষেপ নিয়েছে টাইগার বোর্ড।

তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে টিকিট বিক্রির অর্থ মাইলস্টোন ট্যাজেডিতে আহতদের চিকিৎসায় যাবে। সেই সঙ্গে বিসিবি অর্থ দেবে ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের সহায়তায় কাজ করা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’।

বৃহস্পতিবার (২৪ জুলাই )এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, আজ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের টিকিট বিক্রির পুরো আয় সাম্প্রতিক জাতীয় ট্র্যাজেডিগুলোর প্রেক্ষিতে মানবিক সহায়তায় দান করা হবে। শোক ও স্মৃতির এই মুহূর্তে সংহতির নিদর্শন হিসেবে, বিসিবি পুরো টিকিট আয় দুটি খাতে প্রদান করবে—সম্প্রতি ঢাকার মাইলস্টোনে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবার এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের সহায়তায় কাজ করা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।’

বোর্ড প্রধান আমিনুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে ক্রিকেট খেলার চেয়েও বেশি কিছু। এটা আমাদের জাতীর আত্মার অংশ। শোক ও স্মৃতির এই সময়ে আমাদের একসঙ্গে দাঁড়ানো উচিত। এই সাম্প্রতিক হৃদয়বিদারক ঘটনাগুলোর শিকার পরিবার ও প্রিয়জনদের জন্য সামান্য হলেও সহানুভূতির অংশীদার হতে পেরে বিসিবি গর্বিত।’

এরআগে দ্বিতীয় টি-টোয়েন্টি শুরুর আগে মাইলস্টোন ট্রাজেডিতে আহত-নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করে দুদল। মাঠে কালো ব্যাজ পরে নামে বাংলাদেশ ও পাকিস্তানের খেলোয়াড়েরা। ওইদিন বিসিবি দোয়া মাহফিলও আযোজন করে।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৪ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪৩ বিকেল
মাগরিব ০৬.৪৭ সন্ধ্যা
এশা ০৮:৭ রাত

মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫