শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২


ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে শিক্ষার্থীদের নবীণ-বরণ অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইউসিএসআই

প্রকাশিত:১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৫

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখর রাজধানীর বনানীর ইউসিএসআই ক্যাম্পাস। আজ শনিবার ক্যাম্পাসে সেপ্টেম্বর ২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীণ-বরণ বা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন শিক্ষার্থী, অভিভাবক এবং ইউনিভার্সিটির শিক্ষকগণ অংশ নেন।

এবারের ওরিয়েন্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার প্রফেসর ড. মুহাম্মদ কুশাইরি বিন মুহাম্মদ রাজুদ্দিন এবং রেজিস্ট্রার খালিদ আব্দুল্লাহ বিন আবু বাকার।

নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ফ্যাকাল্টি অব বিজনেস ম্যানেজমেন্ট এর ডিন প্রফেসর গোলাম আহমেদ ফারুকী, ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স এন্ড ডিজিটাল ইনোভেশন এর ডিন প্রফেসর সৈয়দ আখতার হোসেন, প্রভোষ্ট চ্যান জো জিম এবং নতুন শিক্ষার্থী নুসরাত নূরজাহান ও মাশরুকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুই শিক্ষার্থী- শশী হোসেন এবং আহনাফ ফতেহ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর কুশাইরি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ইউসিএসআই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে তোমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছো। কারণ এটি বিশ্বের শীর্ষ ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং এশিয়ায় নবম অবস্থানে রয়েছে। এখন তোমাদের নিজেদের এবং পরিবারের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার সময়। জানতে হলে বেশি বেশি প্রশ্ন করতে শেখ। ক্লাসে যত বেশি প্রশ্ন করবে তত বেশি তোমাদের সামনে নতুন জগৎ খুলে যাবে। শিক্ষার্থীদের বেশি করে এক্সট্রা কারিকুলাম কার্যক্রমে সম্পৃক্ত হতে পরামর্শ দেন ড. কুশাইরি।

নতুন শিক্ষার্থীদের উদ্দেশে রেজিস্ট্রার খালিদ আব্দুল্লাহ বলেন, তোমাদের উচ্চতর শিক্ষাজীবন শুরু হলো বিশ্বের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সাথে। তোমাদের এই পথচলা যেমন একদিকে চ্যালেঞ্জের, তেমনি বিশাল সুযোগ। নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার এই সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে পরামর্শ দেন তিনি।

এফবিএম ডিন প্রফেসর গোলাম আহমেদ ফারুকী বলেন, তরুণরাই পারে নিজেদের এবং দেশকে ইতিবাচকভাবে বদলে দিতে। দেশে দেশে জেন-জি’রা তার প্রমাণ রেখেছে। তোমাদের নতুন জীবন শুরু হচ্ছে। এখন সময় সামনে এগিয়ে যাবার, বড় স্বপ্ন দেখার সময়। তোমাদের মাথার ওপর বাবা-মা, অভিভাবক এবং শিক্ষকদের আশীর্বাদের হাত রয়েছে। তাঁরা তোমাদের মাধ্যমে বড় হতে চায়। সেই স্বপ্ন পূরণে তোমাদেরই এগিয়ে আসতে হবে।

কম্পিউটার সায়েন্সের ডিন প্রফেসর ড. সৈয়দ আখতার হোসেন নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, তোমাদের স্বপ্ন পূরণের যাত্রা শুরু হলো। শিক্ষার্থীদের মানবিক হয়ে ওঠার ওপর জোর দেন প্রফেসর আখতার।

প্রভোষ্ট চ্যান জো জিম বলেন, ইউসিএসআই ইউনিভার্সিটি আন্তর্জাতিকমানের শিক্ষা নিশ্চিত করতে সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। শিক্ষার্থীদের ক্রেডিট ট্রান্সফার সুবিধাও তুলে ধরেন তিনি।

পরে সংশ্লিষ্ট শিক্ষকগণ নতুন শিক্ষার্থীদের ইউসিএসআই ইউনিভার্সিটির পরিচিতি, কারিকুলাম ও কোর্স পরিচিতি, পাঠদান পদ্ধতি, পরীক্ষা, এক্সট্রা কারিকুলাম কার্যক্রম- ইত্যাদি বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। ব্রিফিং শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাস ভ্রমণ করেন এবং ক্লাসরুম, সেমিনার রুম, বিভিন্ন ল্যাব, লাইব্রেরি, স্পোর্টস জোন ঘুরে দেখেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৮ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ০৪:২১ বিকেল
মাগরিব ০৬.০৮ সন্ধ্যা
এশা ০৭:২১ রাত

শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫