শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২


রাকসু নির্বাচনে স্বচ্ছতা চেয়ে দুই প্যানেলের ১২ দফা দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি

প্রকাশিত:১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৭

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ছাত্রদল এবং রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ প্যানেল।

শনিবার (১৩ সেপ্টেম্বর) এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা ১২ দফা প্রস্তাবনা তুলে ধরেন।

প্যানেল দুটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তফসিল ঘোষণার পর থেকেই ছাত্রশিবির নিয়ম ভেঙে হলে হলে আতর, খাবারসহ বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করছে। এছাড়া, ব্যালট নম্বর বরাদ্দের ক্ষেত্রেও তাদের বাড়তি সুবিধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠে। বক্তারা এসব কর্মকাণ্ডকে আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতার ঘাটতি হিসেবে উল্লেখ করেন।

তারা বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা চাই, বহু প্রতীক্ষিত এই নির্বাচন যেন কোনোভাবেই কলঙ্কিত না হয়। আমাদের প্রত্যাশা, এটি হবে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন।’

এ সময় যৌথভাবে প্যানেল দুটি যেসব দাবি তুলে ধরে, তার মধ্যে উল্লেখযোগ্য ১২ দফা হলো:

১. স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার এবং ভোট শুরুর আগে সাংবাদিক ও এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা;
২. ভোটারদের আঙুলে অমোচনীয় কালি ব্যবহার;
৩. এক দিনের মধ্যে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ;
৪. ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার ব্যবস্থা;
৫. নির্বাচনী খরচ ও পোস্টারের সংখ্যা নির্ধারণ;
৬. ব্যালট ছাপানো ও বাঁধাই পর্যন্ত প্রক্রিয়ায় এজেন্টদের উপস্থিতি নিশ্চিত করা;
৭. পর্যাপ্ত সংখ্যক ভোটকেন্দ্র ও বুথের ব্যবস্থা;
৮. ডিজিটাল বোর্ডে ভোটার নম্বর প্রকাশ;
৯. সাইবার বুলিং প্রতিরোধে কার্যকর সেল গঠন;
১০. বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বিভ্রান্তিকর পেজ ও গ্রুপ বন্ধ করা;
১১. ভোটের দিন ভোটার তালিকা হাতে ধরিয়ে না দেওয়া;
১২. আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।

তারা দাবি করেন, এসব প্রস্তাবনা বাস্তবায়ন করা হলে রাকসু নির্বাচন আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৮ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ০৪:২১ বিকেল
মাগরিব ০৬.০৮ সন্ধ্যা
এশা ০৭:২১ রাত

শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫