শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২


‘আল্লাহু আকবার’ স্লোগানে প্রকম্পিত জাবির সিনেট ভবন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি

প্রকাশিত:১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৮

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অবশেষে দুদিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা শুরু হয়েছে। শনিবার বিকাল ৫টার পর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে ফল ঘোষণা শুরু করেছে নির্বাচন কমিশন। ফল ঘোষণার আগমুহূর্তে শিক্ষার্থীরা ‘আল্লাহু আকবার’ স্লোগান দেন। এ সময় তাদের স্লোগানে প্রকম্পিত হয় সিনেট ভবন।

আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, বিকালে ফল ঘোষণার সময় সিনেট ভবনে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিবির ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’ স্লোগান দেন। তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরাও ‘আল্লাহু আকবার’ স্লোগান দেন।

এর আগে ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল ঘোষণার সময়ও সিনেট ভবনে ‘আল্লাহু আকবার’ স্লোগান দেন শিবিরের নেতাকর্মীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ে হিজাবফোবিয়ার বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি স্বৈরশাসক খুনি হাসিনার বিচার দাবি করেন সাধারণ ছাত্র-ছাত্রীরা।ওই দিন ছাত্রশিবির সমর্থিত প্যানেল বিজয়ী লাভ করার পর সিনেট ভবনের পাশে তারা সিজদায় লুটিয়ে পড়েন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত। ওইদিন ভোট গণনা শুরু হয় রাত সোয়া ১০টায়। তবে ম্যানুয়ালি ভোট গণনা করায় দুদিন পর ফল প্রকাশ করছে নির্বাচন কমিশন।

তবে বহুল প্রতীক্ষিত এ নির্বাচন বয়কট করেছেন ছাত্রদলসহ চারটি প্যানেল ও স্বতন্ত্র পাঁচ প্রার্থী। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা ও নানা অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনারসহ বিএনপিপন্থি চার শিক্ষক পদত্যাগ করেছেন।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় ২৫ পদের বিপরীতে প্রার্থী ১৭৭ জন। মোট ভোটার ১১ হাজার ৮৯৭ জন। এদের মধ্যে ছাত্র ছয় হাজার ১১৫ এবং ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন। নির্বাচনে প্রায় ৬৮ শতাংশ ভোট পড়েছে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৮ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ০৪:২১ বিকেল
মাগরিব ০৬.০৮ সন্ধ্যা
এশা ০৭:২১ রাত

শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫